কিভাবে গ্রামীনফোন সিমের নাম্বার চেক করব?

বর্তমান সময়ে গ্রামীণফোন বাংলাদেশ একটি জনপ্রিয় সিম কোম্পানি যারা গ্রামীণফোন সিম সার্ভিস দিয়ে থাকে। বাংলাদেশের অনেক মানুষ গ্রামীণফোন সিম ব্যবহার করেন। কিন্তু অনেক হয়তো জানেন না যে কিভাবে গ্রামীণফোন সিমের নাম্বার চেক করব?
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh1hx8B3WUum7T4xeLlGNcbI-JoSYxp_I4BaIZMAGXrHQ8MjSL4xGUdlYSa76BSNImrw6ZvBxecTfkN3Mv2zJdJt3U3LgY6m_CWHQh26K-YAgNJzi_C193ZCO499RT2wdYd8Osi8ZeBhMsv1e1qk-Pyy_Lu2dmG_R0U8UUUWzvVbjCluUlOC6yp_zQ-5sc=s700


এর কারণে অনেক সময় কেউ যদি আমাদের নাম্বার চায় তাহলে মুখস্ত না থাকার কারণে সমস্যায় পড়তে হয়।

ভূমিকাঃ

বাংলাদেশের অনেক মানুষ এ গ্রামীণফোন সিম ব্যবহার করে। এ সিম এর ব্যবহার সহজসাধ্য করার জন্য গ্রামীণফোন কোম্পানি তাদের বিভিন্ন সেবা দেয় কোডের মাধ্যমে। যে কোড গুলো সম্পর্কে জানলে বা ব্যবহার করলে গ্রামীণফোনের যে কোন বিষয়, অর্থাৎ নাম্বার কিভাবে দেখবো?, গ্রামীণফোনে মিনিট কিভাবে কিনব?

মিনিট কিভাবে চেক করবো?, এমবি কিভাবে কিনব?, এফবি কিভাবে চেক করব? সিম টি ব্যবহারের সময় কোনরকম সমস্যার সম্মুখীন হলে গ্রামীণফোনের কাস্টমার সার্ভিসে কিভাবে সরাসরি যোগাযোগ করতে পারব ইত্যাদি সম্পর্কে জানা যায়। নিচে গ্রামীনফোনের সকল প্রয়োজনীয় কোড ও এর ব্যবহার সম্পর্কে উল্লেখ করা হলো।

কিভাবে গ্রামীনফোন সিমের নাম্বার চেক করব?

গ্রামীন সিমে নিজের ব্যবহৃত নাম্বার টি দেখার জন্য বা চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়ালপ্যাডে যেতে হবে। ডায়াল প্যাডে যাওয়ার পরে নিচের শর্ট কোডটি সঠিকভাবে টাইপ করে বা লিখে গ্রামীন সিম থেকে কল করতে হবে। শর্ট কোড টি হলোঃ

Code: *2#


উপরের কোডটি ডায়াল করার পরে আপনার মোবাইল ফোনে একটি এসএমএস আসবে, যেখানে আপনার ফোনের ব্যবহৃত গ্রামীন সিমের নাম্বারটি দেখাবে।

কিভাবে গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করব ?

গ্রামীন সিমের মূল ব্যালেন্স বা এই মুহূর্তে কত টাকা আছে তা চেক করতে বা দেখার জন্য প্রথমে ডায়ালপ্যাডে গিয়ে নিজের শর্ট কোডটি টাইপ করতে হবে। শর্ট কোড হলোঃ

Code: *566#

উপরের কোডটি টাইপ করে গ্রামীন সিম থেকে কল করলে একটি এসএমএস এর মাধ্যমে আপনার সিমে এই মুহূর্তে কত টাকা রয়েছে তার পরিমাণ জানিয়ে দেওয়া হবে।

কিভাবে গ্রামীনফোনে ইমারজেন্সি ব্যালেন্স নিব বা ধার করব ?

অনেক সময় যে কোন কারণবশত মোবাইল ফোনে ব্যবহৃত গ্রামীন সিমের মূল ব্যালেন্স বা টাকা শেষ হয়ে যায়। কিন্তু তখন কারো সাথে যোগাযোগ করাটা অত্যন্ত জরুরী। অনেক সময় এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।

 আর তাই গ্রামীণফোন গ্রাহকদের সুবিধার্থে এই সিম কোম্পানি ইমার্জেন্সি ব্যালেন্সের ব্যবস্থা করেছে। যাতে করে আমাদের যোগাযোগের কোন সমস্যা না হয়। এখন ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিতে পারেন তা নিচে উল্লেখ হলো।

গ্রামীনফোনে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার ডায়ালপ্যাড যেতে হবে। ডায়াল প্যাডে আসার পরে নিজের শর্ট কোডটি সঠিক ও যথাযথভাবে লিখে গ্রামীণফোন থেকে ডায়াল করতে হবে। শর্ট কোড টি হলোঃ

Code: *1010*1#

এই কোডটি লিখে ডায়াল করার পরে আপনি একটি এসএমএস পাবেন যেখানে আপনাকে কতটুকু ইমারজেন্সি ব্যালেন্স দেওয়া হয়েছে সেটা উল্লেখ করা থাকবে। তবে বিভিন্ন সময় ইমারজেন্সি ব্যালেন্সের পরিমাণ ভিন্ন হয়।

গ্রামীণফোন সিমে কিভাবে এমবি কিনবো ?

গ্রামীনফোনে এমবি কেনার জন্য প্রথমে আপনাকে ডায়াল প্যাডে গিয়ে নিচের শর্ট কোডটি সঠিকভাবে লিখে ডায়াল করতে হবে তাহলে অনেক রকম ইন্টারনেট প্যাক বা এমবি অফার দেখতে পাবেন। শর্ট কোডটি হলঃ

Code: *121*3#
আরো পড়ুনঃ বাংলালিংক সিমে এমবি ধার করব কিভাবে?
উপরোক্ত কোডটি সঠিকভাবে লিখে ডায়াল করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে যেখনে buy internet নামে একটি অপশন থাকবে।

গ্রামীণ সিমে এসএমএস এর ব্যালেন্স চেক করব কিভাবে?

আপনার গ্রামীন সিমে যে এসএমএস আপনি কিনেছিলেন তা এখনো আছে নাকি তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটি দেখার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে গিয়ে নিচে শর্ট কোড টি টাইপ করে কল অপশনে ক্লিক করতে হবে করতে হবে।


এবং খেয়াল রাখতে হবে যে কলটি যেন অবশ্যই গ্রামীন সিম থেকে দেওয়া হয়। অন্যথায় এসএমএস এর ব্যালেন্স দেখাবে। শর্ট কোডটি হলঃ

Code: *566*2#

উপরের এই কোডটিতে কল করার পরে আপনার সিমে ঠিক এই মুহূর্তে কতটি এসএমএস রয়েছে। এবং এর

গ্রামীনফোনে সিমে কিভাবে এমবি চেক করব?

গ্রামীনফোন সিমে এমবি চেক করার জন্য প্রথমে আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়ালপ্যাড যেতে হবে। ডায়াল প্যাডে আসার পরে নিজের শর্ট কোডটি সঠিক ও যথাযথভাবে লিখে গ্রামীণফোন থেকে ডায়াল করতে হবে। শর্ট কোড টি হলোঃ

Code: *121*1*4#

উপরোক্ত কোডটি ডায়াল করার পরে আপনার সামনে কয়েকটি ইন্টারনেট অফার বা এমবির অফার দেখাবে সেখানে আপনি আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী করতে এমবি কিনতে পারবেন. তবে তার মধ্যে যদি আপনার কোন পছন্দ না হয় তাহলে আপনি মোর অপশনটায় ক্লিক করে আরো অন্যান্য অফার দেখে তারপর কিনতে পারবেন।

কিভাবে গ্রামীণফোন সিমে এসএমএস কিনব ?

অনেকে গ্রামীণফোন সিমে এসএমএস কিনতে চান। কিন্তু কিভাবে এসএমএস গুলো কিনবেন সে সম্পর্কে জানেন না। এসএমএস কেনার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড অপশনে গিয়ে নিচের শর্ট কোডটি সঠিকভাবে লিখে গ্রামীন সিম থেকে কল করতে হবে তাহলে অনেকগুলো এসএমএস প্যাক বা এসএমএস অফার আপনার সামনে দেখাবে।
শর্ট কোডটি হল
Code: *121#

এই কোডটি ডায়াল করার পরে অনেকগুলো এসএমএস অফার দেখতে পাবেন। অর্থাৎ কত টাকায় কতটি এসএমএস ক্রয় করতে পারবেন তার তালিকা দেখতে পাবেন এবং সেখান থেকে নিজের পছন্দমত এসএমএস কিনতে পারবেন।

গ্রামীণফোনের এসএমএস এর আকর্ষণীয় অফার সমূহঃ

গ্রামীণফোনের এসএমএস কেনার জন্য নির্দিষ্ট কিছু কোড থাকে। যে কোড গুলো দ্বারা নিজের পছন্দ অনুযায়ী এসএমএস কেনা যায়। এরকম ভাবেই নিম্নে গ্রামের এসএমএসের আকর্ষণে কিছু অফার ও এর শর্ট কোড গুলো দেওয়া হল:

এসএমএস অফার

শর্ট কোড

মেয়াদ

২ টাকায় ২৫ এসএমএস

*১২১*১০১৫*২#

৩ দিন

৭ টাকায় ১০০ এসএমএস

*১২১*১০১৫*১#

৪ দিন

৫টাকায় ১০০ এসএমএস

*১১১*১০*০৬#

৩ দিন

৫ টাকায় ৩০০ এসএমএস

*১২১*১০১৫*৫#

৩০ দিন

৫৭  টাকায় ২০৫ এসএমএস

*১২১*১০১৫*৮#

৩০ দিন

১৩ টাকায় ৫৫ এসএমএস 

*১২১*১০১৫*১#

৩ দিন

৭৭ টাকায় ৩০৫ এসএমএস

*১২১*১০১৫*৯#

৩০ দিন

২ টাকায় ১০০ এসএমএস

*১২১*০০*১০০#

৩ দিন

৬ টাকায় ২০০ এসএমএস

*১২১*০৭*২০০#

৩০ দিন


গ্রামীণ সিমে এসএমএস এর ব্যালেন্স চেক করব কিভাবে?

আপনার গ্রামীন সিমে যে এসএমএস আপনি কিনেছিলেন তা এখনো আছে নাকি তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটি দেখার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে গিয়ে নিচে শর্ট কোড টি টাইপ করে কল অপশনে ক্লিক করতে হবে করতে হবে।

 এবং খেয়াল রাখতে হবে যে কলটি যেন অবশ্যই গ্রামীন সিম থেকে দেওয়া হয়। অন্যথায় এসএমএস এর ব্যালেন্স দেখাবে। শর্ট কোডটি হলঃ

Code: *566*2#

উপরের এই কোডটিতে কল করার পরে আপনার সিমে ঠিক এই মুহূর্তে কতটি এসএমএস রয়েছে। এবং এর মেয়াদ কবে উত্তীর্ণ হবে সেটি দেখাবে।

লেখকের মন্তব্যঃ
প্রিয় পাঠক আর্টিকেলটিতে গ্রামীণফোন সিমের কিছু শর্ট কোড নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সেই সাথে সেই শর্ট কোড গুলোর ব্যবহার সম্পর্কেও আলোচনা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রচুর মানুষ গ্রামীন সিম ব্যবহার করছেন। আর এই গ্রামীন সিম কোম্পানি তাদের সিমের ব্যবহার কাস্টমারদের কাছে আরো সহজলভ্য করার জন্য এই ধরনের কোড গুলোর ব্যবস্থা করেছেন। একক গুলো ব্যবহার করে অনায়াসেই আপনারা আপনাদের মোবাইল ফোনে ব্যবহৃত গ্রামের সিম এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন। যেমন কোন কোড ব্যবহার করলে এমবি কেনা যায়, কোন কোড ব্যবহার করলে এসএমএস কেনা যায় ও কোন কোড ব্যবহার করলে  ব্যালেন্স দেখা যায় ইত্যাদি। আশা করি আর্টিকেলটিতে উল্লেখিত তথ্যসমূহ অবশ্যই আপনার উপকারে আসবে। এখানে এমন কিছু কোডের ব্যবহার দেখানো হয়েছে যা হয়তো আগে আপনার জানা ছিল। তাই যদি আপনার এই আর্টিকেলটি ভালো লাগে সে ক্ষেত্রে আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন যাতে তারাও এ বিষয় সম্পর্কে অবগত হয়ে উপকৃত হতে পারে। আরো এই ধরনের নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটিতে নিয়মিত ভিজিট করতে পারেন।সর্বশেষে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ💚।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিপ্লব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়

comment url