কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করব?

 অনেক সময় এরকম অবস্থার মুখোমুখি হতে হয় যে, আপনি বাংলালিংক সিম ব্যবহার করেন এবং আপনার কোন আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব আপনার এই সিমের নাম্বারটি চাইতে পারে। অথবা আপনি নিজেই বাংলালিংক সিমের নাম্বার চেক করতে চান।

কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করব?


 কিন্তু কিভাবে বাংলালিংক সিমের নাম্বার বের করবেন বা চেক করবেন সেটি আপনি জানেন না। নিচে বাংলালিংক সিমের সকল শর্টকাট কোড দেওয়া হলো যেগুলো ব্যবহার করে বাংলালিংক সিম এর যে কোন তথ্য বা সেবা পেতে পারেন।

ভূমিকাঃ

 বর্তমানে বাংলালিংক সিম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ব্যবহৃত সিম কোম্পানি গুলোর মধ্যে একটি। যারা মানুষের যোগাযোগের সুবিধার জন্য সেবা প্রদান করে থাকে। বাংলালিংক সিম কোম্পানি কিছু শর্ট কোডের মাধ্যমে অনেকগুলো সেবা বা তথ্য সার্ভিস চালু করেছে। 

যেমন, banglalink সিমের নাম্বার দেখার শর্ট কোড, মিনিট দেখার শর্ট কোড, মিনিট কেনার শর্ট কোড, ব্যালেন্স দেখার শর্ট কোড, এমবি দেখার শর্ট কোড, এমবি কেনার শর্ট কোড, বাংলালিংক কাস্টমার কেয়ার সার্ভিস নাম্বার ইত্যাদি। নিম্নে এমনই সব বাংলালিংকের অজানা কোড সম্পর্কে উল্লেখ করা হলো।

কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করব?

বাংলালিংক সিমের নাম্বার বের করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে বা যেখানে কাউকে কল করার জন্য ফোন নাম্বার টাইপ করতে হয় সেখানে। ডায়াল প্যাডে গিয়ে টাইপ করতে হবে;

CODE: *511#


উপরোক্ত কোডটি ডায়াল করার পরে আপনার মোবাইল ফোনে আপনার বাংলালিংক সিমের যে নাম্বারটি আপনি দেখতে চাচ্ছিলেন সেটি দেখাবে। তবে অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে একটু দেরিতে আসতে পারে।

বাংলালিংক সিমের ব্যালেন্স কিভাবে দেখবো ?

বাংলালিংক সিমের ব্যালেন্স দেখতে বা ব্যালেন্স চেক করতে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড অপশনে যেতে হবে। এবং সঠিকভাবে নিজের শট কোডটি টাইপ করতে হবে;

CODE:*124#


উপরোক্ত করতে ডায়াল করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটি মেসেজ আসবে যেখানে আপনার বাংলালিংক সিমে ঠিক কত টাকা রয়েছে সেটা দেখাবে।

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নেব?

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে ডায়ালপ্যাডে যেতে হবে। এবং নিজের শর্ট কোডটি লিখতে হবে। শর্টকাটটি হলো;

CODE:*121*5#


উপরোক্ত কোড টি টাইপ করে ডায়াল করার পরে, আপনার বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স যুক্ত হয়ে যাবে। এবং আপনার যখন পরবর্তীতে রিচার্জ করবেন তখন সেই রিচার্জ থেকে, আপনার ইমারজেন্সি ব্যালেন্স সমন্বয় করা হবে।

বাংলালিংক সিমে কিভাবে মিনিট কিনব ?

বাংলালিংক সিমে মিনিট কেনার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়ালপ্যাড অপশনে যেতে হবে। তারপর নিচের শর্ট কোডটি নির্ভুল ভাবে টাইপ করতে হবে। শর্ট কোডটি হলো;

CODE:*888#


অবশ্যই খেয়াল রাখতে হবে শর্ট কোডটি যেন বাংলালিংক সিমে ডায়াল করা হয় অন্যথায় সঠিক তথ্য পাবেন না। উপরোক্ত শর্টকাটে ডায়াল করার পরে আপনাদের মোবাইল ফোনে মিনিট কেনার অনেক অপশন আসবে।

 যেখানে আপনি কত টাকায় কত মিনিট কিনতে পারবেন সেটি উল্লেখ থাকবে। আর জোরে সেগুলো কিনতে না চান তাহলে More minits এই অপশনে গিয়ে আরো অন্যান্য পছন্দের মিনিট কিনতে পারবেন।

বাংলালিংক সিমের মিনিট প্যাক ২০২৪ লিংক দিতে হবে

বাংলালিংক সিমে এম বি কিনবো কিভাবে?

বাংলালিংক সিমে এমবি কিনতে হলে প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড অপশনে যেতে হবে। তারপর ডায়ালপ্যাড নিচের শর্ট কোড টি টাইপ করে, বাংলালিংক সিম থেকে কল করতে হবে। শর্ট কোড টি হল;

CODE:*5000#

উপরোক্ত কোডটি ডায়াল করার পরে মোবাইল ফোনে বিভিন্ন ইন্টারনেট প্যাক বা এমবি কেনার অপশন সামনে আসবে। সেখান থেকে আপনার পছন্দমত ইন্টারনেট প্যাক বা এম বি কিনতে পারবেন। আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে more paks অপশনে গিয়ে ইচ্ছেমতো প্যাক কিনতে পারেন।

বাংলালিংক সিমে এম বি ধার করব কিভাবে?

বাংলালিংক সিমে এমবি ধার করতে বা লোন নিতে প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে গিয়ে নিচের শট কোড টি লিখে বাংলালিংক সিমে কল অপশনে কল দিতে হবে। শর্ট কোড টি হলো;

CODE: *875#


উপরোক্ত কোডটি ডায়াল করার পরে আপনাদের মোবাইল ফোনে একটি মেসেজ আসবে। যেখানে কত এমবি ইমারজেন্সি ব্যালেন্স আপনাকে দেওয়া হয়েছে সেটি দেখাবে।

বাংলালিংক সিমে এমবি কিভাবে দেখব?


বাংলালিংক সিমে আপনার এমবি চেক করার জন্য বা এমবি দেখার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে ডায়ালপ্যাড এ যেতে হবে। তারপর নিচের শর্ট কোড টি টাইপ করতে হবে। শর্ট কোড টি হল;

CODE:*5000*500#


উপরোক্ত কোডটি ডায়াল করার পরে আপনার মোবাইল ফোনে একটি মেসেজ আসবে এবং সেখানে দেখাবে যে ঠিক ওই সময়ে আপনার মোবাইল ফোনের বাংলালিংক সিমে কত এমবি রয়েছে ও এর মেয়াদ কতক্ষণ পর্যন্ত থাকবে।

বাংলালিংক সিমে কিভাবে এসএমএস কিনবো?

বাংলালিংক সিমে এসএমএস কেনার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের ডায়ালপ্যাড এ গিয়ে নিচে শর্ট কোডটি টাইপ করতে হবে। শর্ট কোড টি হল;
বাংলালিংক সিমে কিভাবে এসএমএস কিনবো?


CODE:*121*1013#

আরো পড়ুনঃ এয়ারটেল সিমে নাম্বার দেখার কোড

উপরের এই কোডটি ডায়াল করার পরে আপনার সামনে বাংলালিংকের এসএমএস এর বিভিন্ন অফার সামনে আসবে সেখান থেকে আপনি আপনার ইচ্ছামত এসএমএস ক্রয় করতে পারবেন।

 বাংলালিংক সিমে এস এম এস চেক করবো কিভাবে?

বাংলালিংক সিমে এসএমএস চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের ড্যায়াল প্যাড অপশনে গিয়ে নিচের কোড টি টাইপ করতে হবে। কোড টি হলো;
কোড ঃ *১২১*১০০#

বাংলালিংক সিমের কাস্টমার সার্ভিস নাম্বার

আপনার ব্যবহৃত বাংলালিংক সিমে যদি কোন প্রকার টেকনিক্যাল সমস্যা দেখা দেয় তাহলে আপনি কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে পারেন। টেকনিক্যাল সমস্যা বলতে যদি আপনার কলরেট অতিরিক্ত চার্জ করে, বা আপনি রিচার্জ করেছিলেন রিচার্জ কেটে নেওয়া হয়েছে, এমবির সমস্যা এসএমএস এর সমস্যা ইত্যাদি যে কোন সমস্যার জন্য আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।
কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাড এ গিয়ে নিচের শর্ট কোডটি দিয়ে কল করতে হবে। শর্ট কোডটি হলো;

CODE: 121

ওপরের কোডটি টাইপ করে কল করার পরে, কিছু নির্দেশনা অনুসরণ করে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন।

লেখকের মন্তব্যঃ

প্রিয় পাঠক, আর্টিকেলটিতে আমরা চেষ্টা করেছি বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কিছু শর্ট কোড গুলো তুলে ধরার। এ শর্ট কোড গুলো ব্যবহার করে আপনারা সহজেই বাংলালিংক সিমের যে কোন বিষয় সম্পর্কে জানতে পারবেন বা বিভিন্ন অফার গুলো কিনতে পারবেন। অনেক সময় এ ধরনের কোড গুলো মনে থাকে ।

 আশা করি কোড গুলো আপনার উপকারে আসবে। যদি আর্টিকেলটিতে উল্লেখিত তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন যাতে তারাও এই কোডগুলো সম্পর্কে জানতে পারে। 

 এরকম আরো আকর্ষণীয় ট্রিকস ও প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন। প্রিয় পাঠক, পরিশেষে আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ💚।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিপ্লব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়

comment url