এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড ও প্রয়োজনীয় সকল কোড

বর্তমানে বাংলাদেশের ব্যবহৃত airtel সিমের গ্রাহক অনেক। এবং সময়ের সাথে সাথে এর গ্রাহক সংখ্যা বাড়ছে। অনেক গ্রাহকই এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড সম্পর্কে জানেন না। শুধুমাত্র নাম্বার দেখার জন্য নয় বরং airtel সিমের আরও অনেক অজানা ও নতুন কোড রয়েছে যে কোডগুলো সম্পর্কে এবং কোড গুলোর কাজ বা সেবা সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হলো।
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড ও প্রয়োজনীয় সকল কোড


ভূমিকাঃ 
এই সময়ে এয়ারটেল সিম হল বাংলাদেশে বহুল ব্যবহৃত সিম গুলোর মধ্যে অন্যতম একটি। অন্যান্য সিম এর মত এয়ারটেল সিমেও বিভিন্ন ধরনের সেবা রয়েছে। এই কোম্পানি এমন কিছু কোডের সিস্টেম করেছে যেগুলো ব্যবহার করে আপনি অনায়াসেই অনেক কিছু করতে পারবেন। 

যেমন তারা কয়েকটি কোডের ব্যবহার চালু করেছে যে কোডগুলো ব্যবহার করে একজন গ্রাহক সহজেই তার এয়ারটেল সিমের যে কোন বিষয় সম্পর্কে সঠিকভাবে জানতে পারে।

 যেমন একটি শর্ট কোড ডায়াল করলে নিজের এয়ারটেল সিমের নাম্বার দেখা যায়, সিমের ব্যালেন্স চেক করা যায়, সিমের মিনিট চেক করা যায়, সিমের এমবি চেক করা যায়, সিমের এসএমএস ক্রয় করা যায় ও ব্যালেন্স চেক করা যায়, সিমের মিনিট কেনা যায় ইত্যাদি আরো অনেক সেবা পাওয়া যায়।

 এখন কোন কোড ব্যবহার করলে কোন তথ্য বা সেবা পাওয়া যাবে তা নিচে উল্লেখ করা হলো।

এয়ারটেল সিমের নাম্বার দেখার কোডঃ

এয়ারটেল সিমের নাম্বার দেখার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়ালপ্যাডে গিয়ে নিচের শর্ট কোডটি সঠিকভাবে লিখতে হবে। লেখার পরে এয়ারটেল সিম থেকে কল করতে হবে।

কোডঃ *১২১*৭*৩#

উপরে এই কোডটি সঠিকভাবে ডায়াল করলে এয়ারটেল সিমের ব্যবহৃত নাম্বারটি দেখাবে।

এয়ারটেল সিমের ব্যালেন্স দেখার কোডঃ

এয়ারটেল সিমে ব্যালেন্স দেখার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে ডায়াল পেতে গিয়ে নিজের শর্ট কোডটি সঠিকভাবে টাইপ করতে হবে। শর্ট কোডটি টাইপ করে এয়ারটেল সিমে কল করতে হবে। শর্ট কোডটি হল;

কোডঃ *৭৭৮#


উপরোক্ত এই কোডটি ডায়াল করার পরে ঠিক এই মুহূর্তে আপনার এয়ারটেল সিমের মূল ব্যালেন্স কত বা এই মুহূর্তে কত টাকা আপনার সিমে রয়েছে সেটি দেখাবে।

এয়ারটেল সিমের ইমারজেন্সি ব্যালেন্স বা ধার নেওয়ার কোডঃ

কোন ভাবে আপনার এয়ারটেল সিমের মূল ব্যালেন্স বা টাকা শেষ হয়ে গেলে, অনেক সময় আপনাকে ইমারজেন্সি ব্যালেন্স বা ধার নিতে হয়। আর এই ধার নেওয়ার জন্য শর্ট কোড রয়েছে । কোডটি হল;

কোডঃ *১৪১*৫৬৭#

আরো পড়ুনঃ বাংলালিংক সিম ইমারজেন্সি ব্যালেন্স বা ধার নেয়ার কোড

যে কোডটি লিখে এয়ারটেল সিম থেকে কল করলে ইমারজেন্সি ব্যালেন্স বা ধার দেওয়া হয়। তবে পরবর্তী রিচার্জে তা সমন্বয় করা হয়।

এয়ারটেল সিমে মিনিট কেনার কোডঃ

এয়ারটেল সিমে মিনিট কেনার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাড অপশনে গিয়ে নিচের শর্ট কোড টি করতে টাইপ করতে হবে। কোডটি হল

কোডঃ *১২৩#


উপরোক্ত কোড টি ডায়াল করার পরে অনেকগুলো অপশন আসবে, এবং তার মধ্যে মিনিট অপশনটি থাকবে। এরপর মিনিট অপশনে গিয়ে আপনি আপনার পছন্দমত মিনিট ক্রয় করতে পারবেন।

এয়ারটেল সিমের মিনিট চেক করার কোড

এয়ারটেল সিমের কত মিনিট আছে সেটি দেখার জন্য আপনাকে আপনার মোবাইলের ফোনের অপশনে গিয়ে একটি কোড টাইপ করতে হবে। কোড টি হলো;

কোডঃ *৭৭৭*৫#

আরো পড়ুনঃ গ্রামীন সিমের নাম্বার চেক করার কোড


এই কোড টি ডায়াল করার পরে আপনার মোবাইল ফোনে একটি মিনিট আসবে যেখানে, ঠিক এই মুহূর্তে কত মিনিট অবশিষ্ট আছে তার পরিমাণ দেখাবে।

এয়ারটেল সিমে এমবি চেক করার কোড

এয়ারটেল সিমে এমবি চেক করার জন্য একটি কোড রয়েছে। আপনার এই সময়ে কত এমবি আছে তার চেক করার জন্য নিজের কোডটি টাইপ করে airtel সিমে কল করতে হবে। কোডটি হল

কোডঃ *১২১*১৫৪১#

আরো পড়ুনঃ গ্রামীন সিমে ইমারজেন্সি ব্যালেন্স বা ধার নেয়ার কোড

উপরের দৃশ্যমান কোড টি টাইপ করে কল করলে ঠিক এই মুহূর্তে আপনার কত এম বি রয়েছে তা এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।

এয়ারটেল সিমে এমবি কেনার কোড

এয়ারটেল সিমে এমবি কেনার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল অপশন যেতে হবে এবং ডায়ালপ্যাড অপশনে যাওয়ার পরে নিচের এই কোডটি সঠিকভাবে টাইপ করে airtel সিমে কল করতে হবে। কোড টি হল

কোডঃ *৮৪৪৪*৪৪#

উপোরক্ত এই কোডটি টাইপ করার পর অনেকগুলো অপশন আপনার কাছে আসবে সেখান থেকে আপনি আপনার পছন্দমত এমবি প্যাক কিনতে পারবেন। আর যদি ওই অপশন গুলোর মধ্যে আপনার কোনটাই পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি More Mb package এ গিয়ে আরো অন্যান্য অফারসমূহ কিনতে পারেন।

Airtel এর আকর্ষণীয় অফার জানার কোডঃ

জানতে হলে আপনাকে আপনার মোবাইলের ফোনের ডায়াল প্যাড অপশনে গিয়ে, নিচের কোডটি টাইপ করে এয়ারটেল সিমে কল করতে হবে। কোডটি হলঃ

কোডঃ *১২১*২*১*৩#


ওপরের এই কোড টি ডায়াল করলে অফার এয়ারটেলের বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানা যায়, যেমন মিনিট প্যাক, এমবি প্যাক , কম্বো প্যাক ইত্যাদি।

ওয়েলকাম টিউন সেট করার কোডঃ

ওয়েলকাম টিউন সেট করতে হলে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে একটি কোড টাইপ করে কল করতে হবে। কোড টি হলো;

কোডঃ *১২১*৪*১*১#


আপনার পছন্দের ওয়েলকাম টিউন সেট করতে উপরোক্ত কোডটি সঠিকভাবে এয়ারটেল সিমে ডায়াল করতে হবে। তাহলে আপনার ওয়েলকাম টি সফলভাবে সেট হয়ে যাবে।

ওয়েলকাম টিউন বন্ধ করার উপায় / কোডঃ

ওয়েলকাম টিউন বন্ধ করতে হলে আপনাকে আপনার মোবাইল ফোন থেকে এয়ারটেলের যে সিম থেকে ওয়েলকাম টিউনটি চালু করা হয়েছিল সেই সিমে একটি কোড টাইপ করে কল করলেই ওয়েলকাম টিউন বন্ধ হয়ে যাবে।কোডটি হলোঃ

কোডঃ *১২১*৪*২*১#
আরো পড়ুনঃ গ্রামীন সিমের এস এস এস চেক করার কোড

এয়ারটেলে নতুন এফএনএফ(FNF) নাম্বার সেট করার কোডঃ


এয়ারটেলে এফএনএফ নাম্বার সেট করতে আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোনের অপশনে গিয়ে একটি কোড টাইপ করতে হবে। কোড টি হল;

কোডঃ *১২১*৭*১*১#

ওপরে বর্ণিত এই কোডটি সঠিকভাবে ডায়াল করলে নতুন এফএনএফ নাম্বার সেট হয়ে যাবে।

এয়ারটেলের এফএনএফ(FNF) নাম্বার দেখার কোডঃ

আপনার সিমে যে এফএনএফ নাম্বার টি সেট করা আছে সেটা দেখার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের অপশনে গিয়ে একটি কোড টাইপ করতে হবে। কোড টি হলো;

কোডঃ *১২১*৭*১*৩#

ওপরের এই কোড টি সঠিকভাবে টাইপ করলে আপনার এয়ারটেল সিমের এফএনএফ(FNF) নাম্বার টি দেখাবে।

এয়ারটেলের এফএনএফ(FNF) নাম্বারটি Cancel বা মুছে ফেলার করার কোডঃ

আপনি আপনার এফএনএফ নাম্বার টি সেট করেছেন, সে নাম্বারটি যদি মুছে ফেলতে চান বা বাদ দিতে চান না বন্ধ করতে চান তাহলে আপনাকে একটি কোড ডায়াল করে এয়ারটেল সিমে কল করতে হবে। কোডটি হল;

কোডঃ *১২১*৭*১*২#

এই কোডটি ডায়াল করলে আপনার এফএনএফ(FNF) নাম্বারটি বন্ধ হয়ে যাবে।

এয়ারটেলের 3G ইন্টারনেট প্যাক কেনার কোডঃ

আপনি যদি এয়ারটেলের 3G ইন্টারনেট প্যাক কিনতে চান, তাহলে আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড অপশন এ গিয়ে নিচের কোডটি টাইপ করতে হবে। করতে হলে;

কোডঃ *১২১*৯৯৯#

উপরোক্ত এই কোডটি ডায়াল করলে আপনার এয়ারটেল 3G ইন্টারনেট প্যাক এর বিভিন্ন অফার দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার ইচ্ছে বা পছন্দ মত ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।

এয়ারটেলের 3G এমবি চেক করার কোডঃ

এয়ারটেলের 3G চেক করার জন্য আপনাকে একটি কোডের ব্যবহার করতে হবে । কোডটি হল;

কোডঃ *৭৭৮*৯০০#

উপরের এই কোডটি আপনার মোবাইল ফোনে ডায়াল করলে এয়ারটেল 3G সিমের ঠিক এই মুহূর্তে কত এমবি রয়েছে তাই এসএমএস এর মাধ্যমে দেখাবে।

এয়ারটেল সিমের অপ্রয়োজনীয় এসএমএস বন্ধ করার কোডঃ

যদি আপনার এয়ারটেল সিমে অপ্রয়োজনীয় এসএমএস আসতে থাকে এবং আপনি যদি বিরক্ত বোধ করেন সেক্ষেত্রে এটি বন্ধ করার একটি শর্ট কোড রয়েছে। যে করতে আপনি টাইপ করে কল করলে আপনার এয়ারটেল সিমে আর অপ্রয়োজনীয় এসএমএস আসবে না। কোডটি হল;

লেখকের মন্তব্যঃ

  সম্মানিত পাঠক, এই পোস্টটিতে এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড এবং করে ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই কোড গুলো আপনার দৈনন্দিন জীবনে এয়ারটেল সিমের বিভিন্ন তথ্য সম্পর্কে অবগত করবে এবং এয়ারটেল সিম ব্যবহার আরো সহজ করে করে তুলবে।

 আশা করি উপরে বর্ণিত কোডসমূহ আপনার অনেক উপকারে আসবে। যদি এই পোস্টটি আপনার পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে সে ক্ষেত্রে আপনি আপনার বন্ধু পরিজন কিংবা আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করতে পারেন। যাতে তারাও অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে পারে।

 আপনি যদি এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও সেবা সম্পর্কে জানতে চান কিংবা আর অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো পড়ার আমন্ত্রণ জানাচ্ছি। পরিশেষে পোস্টটি সম্পন্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ💚 ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিপ্লব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়

comment url