রবি সিমের ব্যালেন্স চেক করার কোড ও সকল প্রয়োজনীয় কোড

রবি সিম কোম্পানি গ্রাহকদের সুবিধার জন্য নানান ধরনের শর্ট কোড চালু করেছে ।যেমন রবি সিমের ব্যালেন্স চেক করার কোড ও অন্যান্য প্রয়োজনীয় কোড। যে কোড গুলো সম্পর্কে জানলে গ্রাহকদের রবি সিম ব্যবহার আরো সহজতর হবে। এ ধরনের কোড ব্যবহার করে আমরা রবি সিমের বিভিন্ন তথ্য সম্পর্কে সহজে জানতে পারি। নিচে বিস্তারিত;
রবি সিমের ব্যালেন্স দেখার কোড ও অন্যান্য সকল কোড

ভূমিকাঃ

বর্তমানে বাংলাদেশের রবি সিম গ্রাহকের সংখ্যা অনেক। সবার সাথে সাথে এর জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তা বাড়ার কারণ হচ্ছে রবি সিমের সহজ লভ্য ব্যবহার। আর এই সহজলভ্যতা বিভিন্ন প্রকার কোড এর মাধ্যমে আরো সমৃদ্ধ হয়েছে। 

এ কোডগুলো ব্যবহার করলে আমরা বিভিন্ন প্রকার তথ্য যেমন রবি সিমের ব্যালেন্স চেক করতে পারবো, রবি সিমের নাম্বার চেক করতে পারবো, মিনিট দেখতে পারব এমবি দেখতে পারবো, অপ্রয়োজনীয় এসএমএস বন্ধ করতে পারবো, এসএমএস চেক করতে পারবো এম এমএস চেক করতে পারবো এবং সেই সাথে আরো অন্যান্য সেবা সম্পর্কে জানতে পারব।

 চলুন জেনে নেয়া যাক রবি সিমের বিভিন্ন প্রকার প্রয়োজনীয় কোড গুলো কি কি এবং সেই কোডগুলো ব্যবহার করে কোন তথ্য গুলো পেতে পারি।

রবি সিমের ব্যালেন্স দেখার কোড / কিভাবে রবি সিমের ব্যালেন্স দেখবো

প্রথমত রবি সিমে ব্যালেন্স দেখার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাড অপশনে গিয়ে নিচের কোডটি টাইপ করে রবি সিম হতে কল করতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই কোডটি ভুল না হয়ে যায়, যদি ভুল হয় সে ক্ষেত্রে ব্যালেন্স দেখাবে না। শর্ট কোডটি হল;
কোডঃ *২২২#


এই কোডটি সঠিকভাবে ডায়াল করলে রবি সিমে এই মুহূর্তে ঠিক কত টাকা ব্যালেন্স রয়েছে তা দেখা যায় ।

রবি সিমের নাম্বার দেখার কোড বা নাম্বার চেক করার কোড

আপনার ব্যবহৃত রবি সিমের নাম্বার যদি বের করতে চান বা দেখতে চান সে ক্ষেত্রে আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়ালপ্যাড অপশনে গিয়ে নিজের কোড গুলো টাইপ করতে হবে। এবং কোডগুলো টাইপ করে রবি সিম থেকে কল করতে হবে। কোড টি হলো;

কোডঃ * ১৪০*২*৪#

আরো পড়ুনঃ এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড

উপরোক্ত কোডটি দ্বারা আপনি যে রবি সিমটি ব্যবহার করছেন সেই সিমের নাম্বারটি খুব সহজেই দেখা যায় বা চেক করা যায়।

রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স বা ধার নেওয়ার কোড

যদি কোন ভাবে আপনার রবি সিমের মূল ব্যালেন্স শেষ হয়ে যায় সে ক্ষেত্রে আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয়। আর এই ইমারজেন্সি ব্যালেন্স বাধার নেয়ার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের অপশন এ গিয়ে একটি কোড সঠিকভাবে লিখে রবি সিমে কল করতে হবে। কোডটি হল;
কোডঃ *৮৮১১*১#


এই কোডটি ডায়াল করার পরে ঠিক কত টাকা আপনার রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স হিসেবে যোগ করা হয়েছে তা দেখাবে। আপনার পরে রিচার্জে ইমারজেন্সি ব্যালেন্স সংযোজন করা হবে।

রবি সিমের মিনিট কেনার কোড / রবি সিমে মিনিট কিনবো কিভাবে

যদি কখনো রবি সিমে মিনিট কেনার প্রয়োজন হয় । সে ক্ষেত্রে আপনাকে একটি শর্ট কোড হবে। চেক কোড দ্বারা আপনি বিভিন্ন ধরনের মিনিট কিনতে পারবেন। কোড টি হল;

কোডঃ *২২২*৩#

আরো পড়ুনঃ বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড

উপরোক্ত এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার পছন্দ মত মিনিট প্যাক কিনতে পারেন।
বিশেষ দ্রষ্টব্যঃ এই কোডের মাধ্যমেই মিনিট চেক করতে পারবেন। অর্থাৎ ঠিক এই মুহূর্তে আপনার রবি সিমে কত মিনিট রয়েছে তা দেখতে পারবেন।

রবি সিমের এমবি দেখার কোড

রবি সিমে এমবি দেখার জন্য বা বর্তমানে আপনার ব্যবহৃত রবি সিমে কত এমবি রয়েছে তা দেখতে চান তাহলে একটি কোডের মাধ্যমে তা দেখতে পারবেন। কোড টি হলো;

কোডঃ*২২২*৮১# বা *৮৪৪৪*৮৮#


উপরের এই দুটি কোডের মাধ্যমে আপনার রবি সিমের এমবি দেখতে পারবেন।

আরো পড়ুনঃ রবি সিমের এমবি কেনার কোড

রবি সিমে এসএমএস চেক করার কোড

রবি সিমে এসএমএস দেখতে হলে আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাড অপশনে গিয়ে নিচের কোডটি সঠিকভাবে টাইপ করে রবি সিমে কল করতে হবে। কোডটি হল;

কোডঃ *২২২*১১#

আরো পড়ুনঃ গ্রামীন সিমে নাম্বার দেখার কোড

উপরোক্ত এই কোডটি ব্যবহার করে আপনি বর্তমানে আপনার রবি সিমে কতটি এসএমএস অবশিষ্ট রয়েছে সেটি দেখতে পারেন।

রবি সিমের কাস্টমার সার্ভিস নাম্বার

আপনার রবি সিমের ব্যবহারের যে কোন প্রকার সমস্যা সম্পর্কে জানাতে এবং সেই সমস্যার সমাধান পেতে আপনার কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে হবে। আর আপনি যদি রবি সিমের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই নিজের কোড বা নাম্বার জেনে রাখতে হবে। কোড টি হল

কোডঃ ১৫৮

আরো পড়ূনঃ গ্রামীণ সিমে এমবি দেখার কোড

উপরে নাম্বারে কল করলে রবি সিমের কাস্টমার সার্ভিস সেবাটি পাবেন। তাই যে কোন প্রকার সমস্যা হলে এই নাম্বারে কল করুন।

রবি সিমের ইন্টারনেট সেটিংস অন করার কোড 

রবি সিমের ইন্টারনেট সেটিংস অন করার জন্য একটি কোড রয়েছে যে কোডের মাধ্যমে এ সেটিংস টা অন করতে পারবেন। কোড টি হল;

কোডঃ *১৪০*৭*#


রবি সিমের কল ইনফো সেন্টার এর নাম্বার

রবি সিমের নাম্বার হচ্ছে ১২০০

রবি সিমের এফএনএফ নাম্বার চালু করার কোড

রবি সিমের এফএনএফ নাম্বার চালু করতে হলে নিচের কোরটি ডায়াল করতে হবে। কোড টি হলো;

কোডঃ *১৪০*৫#

আরো পড়ুনঃ গ্রামীন সিমে ইমারজেন্সি ব্যালেন্স বা ধার নেয়ার কোড

এই কোডটি ডায়াল করার মাধ্যমে রবি সিমে আপনার নতুন এফএনএফ নাম্বার চালু হয়ে যাবে।

রবি সিমের এমএমএস চেক করার কোড

রবি সিমের এমএমএস দেখতে হলে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের অপশনে গিয়ে নিজের করতে সঠিকভাবে টাইপ করে রবি সিমে কল করতে হবে। কোডটি হল;

কোডঃ *২২২*১১#

উপরোক্ত এই কোডটি দ্বারা আপনারা রবি সিমের এমএমএস চেক করতে পারবেন।

রবি সিমের হেল্পলাইন নাম্বার

যদি কখনো রবি সিম সংক্রান্ত কোনো তথ্য জানতে চান কিম্বা সিম ব্যবহারকালীন সময়ে কোন সমস্যা দেখা দেয় তাহলে আপনি রবি সিমের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের সময় আপনি আপনার সমস্যা বলতে পারেন এবং সমাধান নিতে পারেন। রবি সিমের হেল্পলাইন নাম্বারটি হল;

০১৮১৯৪০০৪০০


রবি সিমের আজকের অফার দেখার কোড

রবি সিমে আজকের অর্থাৎ প্রতিদিনের অফার দেখার জন্য আপনি কি একটি কোড ব্যবহার করতে হবে। যে কোড দ্বারা অফারটি দেখার সাথে সাথে আপনার পছন্দমত অফার কিনতেও পারবেন। কোড টি হল;

কোডঃ *৯৯৯#

রবি সিমের বিভিন্ন প্যাকেজ দেখার কোড

রবি সিমের বিভিন্ন প্যাকেজ দেখার জন্য একটি বিশেষ কোড রয়েছে যে কোডটি আপনি আপনার মোবাইল ফোনে ডায়াল পেটে গিয়ে টাইপ করে যদি রবি সিমে কল করেন সেক্ষেত্রে আপনি সেই প্যাকেজ গুলো দেখতে পারবেন। প্যাকেজ বলতে বিভিন্ন প্রকার মিনিট প্যাক ,এমবি প্যাক এবং কম্বো প্যাক কে বোঝায়। কোডটি হলো;

কোডঃ *১৪০*২৪#

রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করে?

অনেক সময় রবি সিম থেকে রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। তবে কিভাবে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করে সেটির না জানার কারণে অনেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন না। রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার করার জন্য সহজ টি কাজ করতে হবে। কাজগুলো হল

প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে ডায়ালপ্যাড অপশন এ গিয়ে একটি কোড টাইপ করতে হবে সে কোডটি হলঃ *১২১#

আরো পড়ুনঃ এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড

উপরের এই করতে ডায়াল করার পরে কয়েকটি অপশন দেখাবে, যার মধ্যে একটি অপশন থাকবে Jhotpot & Balance Transfar ।এ অপশনে যেতে হবে।

Jhotpot & Balance Transfar এ আসার পরে প্রথমে দেখতে পাবেন Transfar Balance নামে একটি অপশন থাকবে। সেখানে গিয়ে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ রবি সিম থেকে অন্য সকল সিমের ব্যালেন্স ট্রান্সফার করা যায়।

রবি সিমের সর্বশেষ রিচার্জ দেখার কোড

আপনার ব্যবহৃত রবি সিমে সর্বশেষ কত টাকা রিচার্জ করা হয়েছিল তার পরিমাণ জানতে কোড ব্যবহার করতে পারেন। কোড টি হলো;

কোডঃ *৭৭৭*#

লেখকের মন্তব্যঃ

সম্মানিত পাঠক এই পোস্টটিতে আমরা চেষ্টা করেছি রবি সিমের সকল প্রয়োজনীয় কোড সম্পর্ক অবহিত করার। রেকর্ড গুলো রবি সিমের সকল প্রয়োজনীয় তথ্য পেতে আপনাদের সাহায্য করবে যা আপনার রবি সিম ব্যবহারকে আরও সহজতর করে তুলবে। 

 পোস্টে এমন অনেক কোড ছিল যা আপনি আগে জানতেন না । আশা করি কোড গুলো আপনার উপকারে আসবে। পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে সে ক্ষেত্রে আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করতে পারেন যাতে তারাও সম্পর্কে জেনে উপকৃত হয়।

 যদি উল্লেখিত কোড ছাড়াও আপনি অন্য আরও কোন কোড জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন। পরিশেষে পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ💚।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিপ্লব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়

comment url