জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি রেজাল্ট ও মেধা তালিকা ২০২৪

 যারা জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করেছেন তাদের অবশ্যই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি রেজাল্ট ও মেধা তালিকা ২০২৪ চেক করার সঠিক পদ্ধতি জানতে হবে। রেজাল্ট চেক করার সময় অবশ্যই কিছু বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।

ভূমিকাঃ

যেমন কিভাবে রেজাল্ট চেক করবে, প্রক্রিয়া গুলো কি কি, কোন কোন বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে নিম্নে ধারাবাহিকভাবে দিকনির্দেশনা দেওয়া হলো।ফলাফল প্রকাশ হওয়ার পর দুটি বিষয় আপনাদের সামনে আসবে। প্রথম টি হচ্ছে চান্স পেয়েছ দ্বিতীয়টি হচ্ছে চান্স পাননি।

যদি আপনি চান্স পান তাহলে একটি মেসেজ দেওয়া থাকবে, যেখানে বলা থাকবে আপনি একটি কলেজ পেয়েছেন এবং সেই কলেজে আপনাকে ভর্তি সুযোগ দেওয়া হয়েছে। সেই সাথে কলেজের নাম ও কলেজ কোড দেওয়া থাকবে এবং চান্স প্রাপ্ত সাবজেক্টের নাম দেওয়া থাকবে।

আর যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকায় চান্স না পেয়ে থাকেন সেক্ষেত্রে রোল এবং পিন নাম্বার দিয়ে ওয়েব সাইটে লগইন করার পরে কিংবা এসএমএস এর মাধ্যমে আপনি যে মেসেজটি পাবেন সেখানে লেখা থাকবে, আপনি প্রথম মেধা তালিকায় চান্স পাননি। আপনাকে দ্বিতীয় মেধা তালিকা লেখা প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে মেধা তালিকা প্রকাশ করেঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট চেক করার জন্য দুই ধরনের পদ্ধতি রয়েছে-
  • এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখা,
  • ওয়েবসাইটে লগইন করে রেজাল্ট দেখা

এসএমএস এর মাধ্যমে কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় মেধাতালিকার এর রেজাল্ট দেখবো?

রেজাল্ট দেখতে প্রথমেই ফোনের মেসেজ অপশনে গিয়ে nu টাইপ করুন, পর একটি স্পেস দিয়ে টাইপ করুন athn তারপর আরো একটি স্পেস দিয়ে Admission Roll No টাইপ করে 16222 নম্বরে send করতে হবে।

উদাহরণঃ nu<space>athn<space>Roll no টাইপ করতে হবে।এবং 16222 নম্বরে send করতে হবে।

এখন উক্ত এসএমএসটি পাঠানোর পরে যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার মেসেজের পরিবর্তে একটি মেসেজ পাবেন, যেখানে লেখা থাকবে অভিনন্দন আপনি প্রথম তালিকায় অনার্স প্রথম বর্ষে ভর্তি সুযোগ পেয়েছেন।

তারপর যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের নাম, কলেজের কোড এবং কোন সাবজেক্ট এ চান্স পেয়েছেন সেই সাবজেক্টের নাম। অনেক সময় রেজাল্ট আসতে বা এসএমএস আসতে অনেক দেরি হয় নেটওয়ার্ক গত ঝামেলার কারণে। তখন একটু অপেক্ষা করতে হবে তারপর এসএমএসটি পাবেন। এভাবে খুব সহজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকার ফলাফল জানা যায়।

অনলাইন এর মাধ্যমে কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকার রেজাল্ট দেখবঃ

অনলাইন এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকার ফলাফল যেভাবে দেখব-
প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজারটি ওপেন করার পর nu.ac.bd টাইপ করে সার্চ করার পরে আপনাকে যাচ্ছ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে নিয়ে যাবে
তারপর আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে Applicant's Login নামের এই অপশনটি ক্লিক করতে হবে, Applicant's Login এ এখন ক্লিক করার পরে আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে


দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে Applicants Account Login(honors)। এর অর্থ হচ্ছে আপনি এখন দেখতে পারবেন যে আপনার আদৌ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকায় চান্স পেয়েছেন নাকি পাননি। রেজাল্ট দেখার জন্য Admission Roll number বসিয়ে, Pin number দিয়ে লগইন করতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ আবেদন করার সময় যে ফর্মটি পেয়েছেন সেই ফর্মেই Admission Roll number ও Pin number রয়েছে। খুব সহজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকার ফলাফল দেখতে পারবেন।
লেখকের মন্তব্যঃ দিকনির্দেশনা গুলো অনুসরণ করলে খুব সহজেই আপনি জানতে পারবেন যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকায় অনার্সে সুযোগ পেয়েছেন কিনা।

লেখকের মন্তব্যঃ

 যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম মেধা তালিকার ফলাফল যেভাবে দেখছেন দ্বিতীয় মেধা তালিকা তেও একইভাবে ফলাফল দেখতে পারবেন। উপরোক্ত নির্দেশনা গুলো অনুসরণ করে ফলাফল দেখলে, ফলাফল দেখার সময় কোন প্রকার সমস্যার মুখোমুখি হতে হবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিপ্লব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়

comment url