মোটিভেশনাল স্ট্যাটাস - ২০২৪
তোমার সাথে তোমার রবের সম্পর্ক সবচেয়ে গভীর হওয়া উচিত।
ধৈর্য ধরতে শেখ প্রিয়, কঠিন সময় চিরস্থায়ী নয়; সুসময় আসবেই।
সংঘর্ষজ যত কঠিন হবে, জয়ের আনন্দ ততই মধুর হবে।
প্রথমে আপনার গুণ এবং প্রতিভা আবিষ্কারের চেষ্টা করুন যা আপনাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।
তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হতে যেও না, নিজের গল্প নিজেই লেখো।
একজন শিক্ষিত লোক নিঃসন্দেহে শক্তিশালী এবং সম্পদশালী লোক ।
সে পরিবারে সবার শিক্ষিত সেই পরিবারে এমন একটি দীপ্তি আছে যা অন্ধকারকে দূরে সরিয়ে দেয়
আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না।
পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সফল হতে চায়, কিন্তু সফল হওয়ার জন্য পরিশ্রম করে না।
আজ যারা আমাকে অপদার্থ ভাবে, সফল হয়ে তাদেরকে ভুল প্রমাণিত করতে হবে।
তুমি আজ ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলে, সফলতা ট্রফিটা কাল তোমার হাতেই থাকবে।
মানুষের কথায় কান দিও না, আর যারা তোমাকে নিয়ে বাজে কথা বলছে কাল তোমার সফলতা দেখে তারাই হাতে তালি দেবে।
সহজে পাওয়া জিনিসটা কেউ মূল্যায়ন করে না, সবার থেকে আলাদা জিনিস পাওয়ার জেদটা কেউ ছাড়ে না।
সাফল্যের রাস্তা খুব লম্বা হলেও শীর্ষে পৌঁছে সাফল্যের দৃশ্যটা খুবই সুন্দর হয়।
নতুন কিছু করতে চাইলে মুখে বলো না করে দেখাও।
কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয়।
ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। কিন্তু আসলে তারা জানে না এই গুনটি অর্জন করা কত কঠিন।
বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারাই তা বিশ্বাসের কারণেই হারায়।
না শুধু সামনে তাকাও, অসীম শক্তি্ অসীম উত্তম, অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে।
যারা মুখে মধু, বুকে বিষ নিয়ে থাকে তারা কোনদিন কারো বন্ধু হতে পারেনা।
জিতে যাওয়ার মজাটা তো তখন হবে, যখন তোমার হেরে যাওয়া দৃশ্য দেখার জন্য সবাই অপেক্ষা করবে।
বন্ধু কষ্ট আসুক দুঃখ আসুক জীবনে হাজার বাধা আসুক তুমি প্রতিনিয়ত এগিয়ে চল, দেখবে একদিন তুমিও সবার সামনে দাঁড়িয়ে থাকব।
নেশা করো না বন্ধু তুমি নিজেই নেশা হয়ে যাও, যাতে করে তোমাকে ব্যবহার নিজেকে প্রমাণ করতে পারো ধ্বংস হয়ে যায।
তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করলে মন খারাপ করো না, কারণ সমালোচনাও আলোচনার যোগ্য সবাই হতে পারে না।
কিছু কিছু জিনিস চাওয়ার পরেও যদি না পাও, তাহলে বুঝে নিও সেই জিনিসটা তোমার যোগ্য ছিল না।
তোমার কপালে কি লেখা আছে সেটা তোমার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না, তাই তুমি চেষ্টা করে যাও বন্ধু তোমার চেষ্টায় দম থাকলে সৃষ্টিকর্তা তোমার ভাগ্যে এত দামি দামি উপহার লিখে দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না।
শারীরিক সৌন্দর্য কিংবা বংশের আধিপত্য কোনটি গর্বিবের বিষয় নয়, বরং উন্নত চরিত্রই আসল গর্বের বিষয়।
মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে রয়ে যায়।
হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহণ কর। কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক বেশি শ্রেয়।
নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব। এমন কিছু নেই যা তুমি পারবেনা এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবে।
মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথাই, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে।
বেইমান কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয়।
আসলে কেউ কাউকে ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা কমিয়ে দেয়।
মানুষ তোমাকে বুঝতে পারেনা সেটা তোমার দোষ নয়, আসলে যার বোঝার ক্ষমতা যতটুকু সে তার থেকে বেশি বুঝতে পারে না।
মানুষ তো কথা বলবেই, তুমি যদি তাদের সেই কথাগুলো শুনে কাজ করা বন্ধ করে দা্ দেখবে তবুও তারা কথা বলা বন্ধ করবে না, তাই মানুষের কথায় কান্না দিয়ে নিঃশব্দে নিজের কাজ করে যাও।
জীবনের পরিধি খুব ক্ষুদ্র। যত শীঘ্র মানুষ তার ধন-সম্পদ ভোগ করতে শুরু করে ততই তার মঙ্গল।
প্রজাপতির মতো বেঁচে থাকো এবং মৌমাছের মতো হুল ফোটাও।
অসম্ভব এমন একটি শব্দ যাকে বল বোকাতে ডিকশনারিতেই পাওয়া যায়।
যারা প্রত্যেক বস্তুরী দাম জানেন কিন্তু কোন বস্তুরি প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক।
সত্যিকারের মানুষ কাউকে ঘৃণা করে না।
রাত্রি ভোর স্বপ্ন দেখে ভোর সকালে ক্লান্ত যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি জানতো।
নিরাশাবাদী মানুষের কাছ থেকে ধার করাই সবচেয়ে উত্তম কারণ তারা টাকা ফিরে পাওয়ার আশা করে না।
আগুনে যা ধ্বংস হয় না তা আগুনে আরো শক্ত হয়।
চোখের তীব্র আকাঙ্ক্ষায় তারুণ্য ধরে রাখার রহস্য।
অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে ওঠে।
পরিচ্ছন্ন বই পড়া ভালো, কিন্তু মহান সাহিত্যের পাঠিত বিষয় জীবনে বুনন করা উত্তম।
আমার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীক জয় করা যায়।
তোমার ক্রোধকে দমিয়ে রাখো নচেৎ ক্রোধই তোমাকে নিঃস্ব করে দেবে।
যদি আপনি ক্ষুধার্ত কুকুরকে খাবার খাওয়ান তাহলে সে আপনাকে কামড়াবে না। কুকুর ও মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য।
বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাত করবে না এবংবিশ্বাসঘাতকের সাথে বন্ধুত্বও করবে না।
নিজের মধ্যে যে জিনিসটা তারা সবচেয়ে জরুরী তা হচ্ছে সৎ সাহস।
মনে রেখো এ পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত কাজ করে ''মানুষের প্রার্থনা''। মুখে আসার আগেই তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়।
কাউকে অসম্মান করতে শিক্ষার প্রয়োজন হয় না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষার বিকল্প নেই।
যারা মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছবিটা তারাই আগে মারে।
প্রতিদিন অন্তত ১% হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট ৩৬৫% হয়েছে।
মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক।
একাকীত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না।
আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না! কিন্তু আর যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে।
আপনি যখন অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না।
সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় তো কাউকে দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন।
জোর করে কোন কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না।
দেখতে হয়তো অনেক সুন্দর পাওয়া যায়, তবে যাদের মনটা সুন্দর তাদের অনেক ভাগ্য এবং কষ্ট করে পাওয়া যায়।
যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও। কারণ তার অবহেলার হয়তো কারণেই তোমার জীবনে এত উন্নতি।
অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয্ অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়।
বুদ্ধিমানরা তখনই কথা বলে যখন তাদের বলার কিছু থাকে, বোকারা তো কথা বলার জন্য বলে।
স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখার জন্য ব্যর্থতার পরেও সমান তালে কাজ করে যেতে হবে।
তার মধ্যে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তার সাফল্য লাভ করা সম্ভাবনা কেউ আটকাতে পারে না।
যদি আপনি আপনার সময়ের মূল্য না দেন তবে কখনোই আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন না।
নিজের সময় এবং প্রতিভাকে সঠিক কাজে ও সঠিক ভাবে ব্যবহার করতে শিখুন।
সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য হল সত্যিকারের সফল হওয়ার ইচ্ছার।
যারা মনোযোগী তারাই জীবনে সঠিক লক্ষ স্থির করতে পারে।
সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক জিনিস নয়।
সাধারণ মানুষ যখন ভালো লাগে তখন কাজ করে কিন্তু অসাধারণ মানুষ ভালো লাগলেও কাজ করে, না লাগলেও কাজ করে।
জীবনে সফল হতে চাইলে দুটি বিষয়ে অবশ্যই নিজের মধ্যে পুষে রাখতে হবে একটি হল জেদ এবং অপরটি আত্মবিশ্বাস।
মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না।
যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই তাকে মূর্খতা ঘিরে ধরে।
অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে তবুও নিরাশ হয়ো না, কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায়।
যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না।
অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে।
সমস্যাকে ভয় করো না কারণ সমস্যা আছে বলেই তোমার জীবনে যেটা সম্ভাবনা রয়েছে।
যে বলে তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না তারা আসলে নিজের অপারগতা প্রকাশ করে।
নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না, কারণ যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না।
কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে আর কিছু মানুষ তাকে বাস্তবে রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে।
বিপ্লব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়
comment url