Iphone-15 pro max এর দাম কত?

 I Phone হচ্ছে বর্তমানে বিশ্ববিখ্যাত অ্যাপল(Apple) কোম্পানির বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় মোবাইল ফোন। প্রত্যেক বছরই অ্যাপল(Apple) I Phone এর নতুন নতুন সিরিজ যুক্ত করে। সেরকম একটি সিরিজ হচ্ছে I Phone 15 pro max।

অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে যে I Phone 15 pro max এর দাম কত? I Phone 15 pro max সাথে আরো কয়েকটি I Phone সিরিজ যুক্ত হয়েছে। নিম্নে এগুলোর নতুন ফিচার এবং দাম সম্পর্কে আলোচনা করা হলো।
Iphone-15 pro max এর দাম কত?

ভূমিকাঃ

Iphone হচ্ছে অ্যাপল কোম্পানির একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটিতে ডিজিটাল ক্যামের, আই-পড ও একটি MP 3 প্লেয়ারের সমস্ত রকমের ফিচারস যুক্ত রয়েছে। এবং iphone এর অপারেটিং সিস্টেম হলো iOS । যা তাকে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের থেকে আলাদা করেছে।

 প্রত্যেক বছর iphone প্রেমীরা মুখিয়ে থাকেন এটা দেখার জন্য যে আইফোনের নতুন সিরিজ কবে লঞ্চ করা হবে এবং এই সিরিজে নতুন কি কি ফিচারস সংযুক্ত থাকছে। এবার Iphone-15 pro max এর সাথে আরো কয়েকটি নতুন সিরিজ যুক্ত হয়েছে। সেগুলো হলঃ
 
  • Iphone 15 (6.1" display),
  • Iphone 15 Plus (6.7" display),
  • Iphone 15 Pro (6.1" display),
  • Iphone 15 Pro Max (6.7" display)।
আরো পড়ুনঃ i Phone 15 pro এর দাম কত?

 অনেকের আইফোন কেনার জন্য দাম জানার প্রয়োজন হয়। সুতরাং আইফোনের এই নতুন সব ফিচার সম্পর্কে আলোচনা করা হবে যেমন, এদের দাম কত, নতুন কি কি ফিচার সংযুক্ত হয়েছে, এদের মধ্যে পার্থক্য কি ইত্যাদি।

Iphone 15 pro max এর দাম কত?

Iphone-15 pro max লঞ্চকারী প্রতিষ্ঠান অ্যাপেল এর দাম নির্ধারণ করেছে 1199 $ যা বাংলাদেশী টাকায় প্রায় ১৩২০০২ টাকা। আইফোনের এই নতুন সিরিজের দাম বেশি হওয়ার কারণ হচ্ছে , এই সিরিজে নতুন ফিচারস যুক্ত করা হয়েছে।

আরো পড়ুনঃ Iphone 15 Plus (6.7" display) এর দাম কত?

Iphone-15 pro max এ নতুন কি কি ফিচারস যুক্ত করা হয়েছে?

এ বছরও অ্যাপেল কোম্পানি প্রত্যেক বছরের মতোই সেপ্টেম্বর মাসে ইভেন্টের মাধ্যমে আইফোন ১৫ সিরিজ উন্মোচন করেছিল। এবং সেখানে নতুন সিরিজে কোন কোন ফিচার্স গুলো যুক্ত করা হয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য তথ্য দিয়েছিল। তো চলুন জেনে নেয়া যাক আইফোন ১৫ প্রো মাক্স এর নতুনত্ব গুলো কি কি-

  • ডিসপ্লে সাইজঃ Iphone 15 pro max এর ডিসপ্লে সাইজ হচ্ছে ৬.৭ ইঞ্চি।
  • ডিজাইনঃ আইফোনে প্রথমে যে বিষয়টা চোখে পড়ে সেটা হচ্ছে এর ডিজাইন। গত কয়েক বছরের স্টেইনলেস স্টিল ডিজাইনের থেকে এবার টাইটেনিয়াম ফিনিশিং ডিজাইন যোগ করা হয়েছে। অন্যান্য বছরের মতো ধারালো চারকোনা সাইডকে পরিবর্তন করে কিছুটা রাউন্ডেড ফিনিশিং করেছে। যা ফোনটিকে ধরার সময় আগের চেয়ে বেশি সুবিধা হবে।
আরো পড়ুনঃ আপডেট অ্যাপল ওয়াচ গুলো কি কি ও এর দাম কত ?
  • USB Type C ঃ USB Type C যুক্ত করা কে বলা হচ্ছে আইফোনের পরিবর্তিত সবচেয়ে বড় এবং নতুন ফিচারস। আপনি ম্যাকবুক থেকে Airpod যে চার্জিং ক্যাবল দিয়ে চার্জ করতে পারেন সেটা দিয়ে এখন আইফোন চার্জ করা যাবে।
  • ব্যাটারিঃ এই সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 4441mAh । যা একবার চার্জ দিলে ১৪ ঘন্টা ২ মিনিট পর্যন্ত চার্জ থাকবে।
  • RAMঃ প্রথমবারের মতো এই সিরিজে 8 GB RAM সংযুক্ত করা হয়েছে।
  • ওজনঃ টাইটানিয়াম ব্যবহারের কারণে আইফোনের অন্যান্য সিরিজের তুলনায় এই সিরিজের ওজন তুলনামূলক কম হবে। বা আগেরগুলোর থেকে হালকা হবে।
  • মেরামতযোগ্যঃ অন্যান্য সিরিজের ফোনগুলো মেরামত করার জন্য যে সমস্যার সম্মুখীন হতে হতো, আইফোনের এই সিরিজে তা আগের তুলনায় সহজতর করেছে।
  • ডায়নামিক আইল্যান্ডঃ আইফোনের এই সিরিজে উন্নত মানের ডায়নামিক আইল্যান্ড ব্যবহার করা হয়েছে।
  • আইফোনের প্রসেসরঃ নতুন সিরিজে আইফোন ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে বায়োনিক A17 Pro। আর ৩ ন্যানোমিটার প্রসেসর এর ফলে ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি হেলথ বেড়ে যায়।
  • গেমিং ফ্রেন্ডলিঃ বায়োনিক A17 Pro প্রসেসরে নতুন গ্রাফিক্স দেওয়ার ফলে গেমিং আরও ইন্টারেস্টিং হবে কারণ গেমিংয়ের জন্য যুক্ত করছে Ray tracing গেমিং সাপোর্ট।
  • ক্যামেরাঃ এই সিরিজের ক্যামেরায় যোগ করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল এবং ক্যামেরার জন্য এবার 5x optical zoom lens সংযুক্ত করা হয়েছে। অ্যাপলের রিপোর্ট অনুযায়ী লো লাইটে পূর্বের সিরিজ গুলোর ক্যামেরার তুলনায় এবারের সিরিজের ক্যামেরার দিগুন সার্ভিস দিতে পারবে।

Iphone 15 pro এর দাম কত ?

Iphone 15 pro এর দাম হল 999 $ ।

Iphone-15 pro এ নতুন কি কি ফিচারস যুক্ত করা হয়েছে?

  • ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল।
  • চার্জিং সিস্টেমঃ চার্জিং ব্যবহৃত হয়েছে USB Type C পোর্ট।
  • টাইটানিয়াম মেটালঃ আইফোনের এই সিরিজটি টাইটানিয়া মেটাল দ্বারা তৈরি। যা অন্যান্য সিরিজের তুলনায় তুলনামূলক হালকা।
  • ডিসপ্লে সাইজঃ আইফোনের এই সিরিজের ডিসপ্লে সাইজ হচ্ছে ৬.১ ইঞ্চি।
  • অ্যাকশন বাটনঃ পূর্বের সিরিজ গুলোতে শুধুমাত্র আইফোনটি মিউট বা আনমিউট করা যেত। কিন্তু অ্যাকশন বাটন যুক্ত করার ফলে অন্যান্য অ্যাপ্লিকেশনও চালু করা সম্ভব।
  • আইফোনের প্রসেসরঃ নতুন সিরিজে আইফোন ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে বায়োনিক A17 Pro। আর ৩ ন্যানোমিটার প্রসেসর এর ফলে ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি হেলথ বেড়ে যায়।
  • ডায়নামিক আইল্যান্ডঃ আইফোনের এই সিরিজে উন্নত মানের ডায়নামিক আইল্যান্ড ব্যবহার করা হয়েছে।
  • RAMঃ প্রথমবারের মতো এই সিরিজে 8 GB RAM সংযুক্ত করা হয়েছে।
  • iPhone 15 pro এর দাম কত?
  • পৃথিবীর বিভিন্ন দেশে iPhone 15 pro এই ফোনটির দাম ভিন্ন ভিন্ন। তবে iPhone 15 pro এর প্রাথমিক মূল্য হল $ 999 যা বাংলাদেশী টাকায় ১০৯,৯৮৭.৯০। তবে এই দাম গুলো স্টোরেজ ও ফোনের ভেরিয়েন্ট এর ওপর নির্ভর করে। এবং এর ভিত্তিতে আইফোনের বিভিন্ন সিরিজের দাম কম বেশি হয়।
  • Iphone-15 pro এ নতুন কি কি ফিচারস রয়েছে?
  • Iphone-15 সিরিজের প্রত্যেকটি ফোনের সাথে নতুন নতুন ফিচারস যুক্ত হয়েছে। এ পর্যায়ে Iphone-15 pro এ যে আকর্ষণীয় ফিচারসগুলো যুক্ত করা হয়েছে সেগুলো হলঃ
  • ডিসপ্লেঃ Iphone-15 pro এর ডিসপ্লে সাইজ হলো ৬.১ ইঞ্চি।
  • অ্যাকশন বাটন কাস্টমাইজেশনঃ আইফোন ১৫ প্রো তে একশন বাটন কাস্টমাইজেশন করা যাবে অর্থাৎ অ্যাকশন বাটনের সাহায্যে অ্যাপ্লিকেশন চালু করা যাবে।
  • ডিফল্ট ক্যামেরা লেন্স কাস্টমাইজেশনঃ ফিচারটি মানে হল, আপনি আপনার পছন্দমত ফোকাল লেন্থে প্রধান ক্যামেরার লেন্স কাস্টমাইজেশন করতে পারবেন।
  • ডায়নামিক আইল্যান্ডঃ আইফোনের এই বৈশিষ্ট্যটি ফোনের বিভিন্ন ক্রিয়া-কলাপ এবং বিজ্ঞপ্তি গুলোর সাথে যোগাযোগ করতে পারে।
  • ক্যামেরাঃ এই সিরিজে প্রধান ক্যামেরা যুক্ত করা হয়েছে 48 মেগাপিক্সেল যা অতি উচ্চ রেজুলেশনের ছবি তুলতে সক্ষম।
  • প্রসেসরঃ শক্তিশালী A17 Pro বাইয়ানিক প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ফোনের গতি অনেক অংশে বাড়িয়ে দেয়। সেই সাথে এই সিরিজে USB-C ব্যবহার করা হয়েছে। যে অন্যান্য ফোনের থেকে আলাদা।

Iphone 15 Plus (6.7" display) দাম কত?

স্টোরেজের বিভিন্নতার কারণে Iphone 15 Plus (6.7" display) এর দাম ভিন্ন ভিন্ন রকম হতে পারে। নিম্নে Iphone 15 Plus এর কত স্টোরেজের মূল্য কত ডলার এবং বাংলাদেশে কত টাকা তা উল্লেখ করা হলোঃ
128 GB from $889 যা বাংলাদেশী প্রায় টাকায় ৯৭,৮৭৭ টাকা।
256 GB from $999 যা বাংলাদেশী প্রায় টাকায় ১০৯৯৮৭ টাকা।
512 GB from $1199 যা বাংলাদেশী প্রায় টাকায় ২২০,০৮৫ টাকা।

iPhone 15 এর দাম কত?

iPhone 15 এর দাম হচ্ছে $ 799 যা বাংলাদেশী প্রায় টাকায় ৮৭৯৬৮ টাকা। মূলত আইফোনের দাম এর মডেল ও স্টোরেজ ক্ষমতার উপর নির্ভর করে, এবং সেই সাথে দেশভেদে এর মূল্য বিভিন্ন রকম। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে আইফোনের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

iPhone 15 নতুন কি কি ফিচারস রয়েছে?

আইফোন ১৫ তে কিছু নতুন বৈশিষ্ট্য বা ফিচারস রয়েছে। নিচে কি কি ফিচারস যুক্ত করা হয়েছে তা উল্লেখ করা হলঃ

  • ডিসপ্লেঃ iPhone 15 এর ডিসপ্লে সাইজ হলো ৬.১ ইঞ্চি।
  • অ্যাকশন বাটন কাস্টমাইজেশনঃ নতুন অ্যাকশন বোতামে দ্রুত এক্সেসের জন্য বিভিন্ন application সেট করা হয়েছে।
  • ডিফল্ট ক্যামেরা লেন্স সুইচিংঃ ডিফল্ট ফোকাল লেংথ সেট করতে মেইন ক্যামেরা লেন্স কাস্টমাইজ করতে পারেন।
  • ডায়নামিক আইল্যান্ডঃ ফিচারস টি আপনার ফোনের কার্যকালাপ ও বিজ্ঞপ্তি গুলোর সাথে সংযুক্ত করার উপায় প্রদান করে।
  • 48 MP মেইন ক্যামেরাঃ সম্পূর্ণ নতুন 48 MP মেইন ক্যামেরা যুক্ত করা হয়। যাতে করে হাই রেজোলিউশন ফটো এবং এবং এখানে 2x অপটিকাল জুম ইন, 2x অপটিক্যাল জুম আউট এবং 4x অপটিক্যাল জুম রেঞ্জ সহ একটি 12MP 2x টেলি ফটো ক্যামেরা রয়েছে।

  • প্রসেসরঃ এই ফোনটিতে A16 Bionic chip ব্যবহার করা হয়েছে।

আপডেট অ্যাপল ওয়াচ গুলো কি কি ও এর দাম কত?

অ্যাপল কোম্পানি তাদের আইফোন সিরিজের সাথে অ্যাপল ওয়াচ গুলোও লঞ্চ করে থাকে। সর্বশেষ যে অ্যাপেল ওয়াচ গুলো লঞ্চ হয় সেগুলো হলঃ Aopple Watch 9 ও Aopple Watch Ultra 2। নিচে এগুলোর দাম উল্লেখ করা হলো।
আপডেট অ্যাপল ওয়াচ গুলো কি কি ও এর দাম কত?


Aopple Watch 9ঃAopple Watch 9 টি দুইটি ভেরিইয়েন্টে পাওয়া যায় । একটি হল শুধুমাত্র GPS যুক্ত যার দাম $ 399 বা বাংলাদেশি টাকায় প্রায় ৪৩৯৮১ টাকা।

এবং অন্যটি হল (GPS+Cellular) যুক্ত যার দাম $499 বা বাংলাদেশি টাকায় প্রায় ৫৪৯০৮ টাকা।
Aopple Watch Ultra 2ঃ Aopple Watch Ultra 2 তে (GPS+Cellular) দুটোই যুক্ত আছে যার দাম $799 বা বাংলাদেশি টাকায় প্রায় ৮৭৯১৭ টাকা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিপ্লব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়

comment url