ঢাকা বিভাগের জেলা সমূহ
বাংলাদেশের রাজধানী হল ঢাকা। আর তাই নাগরিক হিসেবে দেশের রাজধানীর সম্পর্কে জন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক ঢাকা বিভাগে কয়টি জেলা আছে, সেই সাথে ঢাকা বিভাগের খুঁটিনাটি এবং গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা করা হবে।
ভূমিকাঃ
ঢাকা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশের রাজধানী 'ঢাকা' শহর এই জেলায় অবস্থিত। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা।শুরুটা আজ থেকে ৪০০ বছরে আগে। আর এখন; বিশ্বের অন্যতম জনবহুল মহানগরী ঢাকা।
দশকে দশকে ইতিহাসে ইতিহাসে ঐতিয্যের নানা ধাপে ধাপে আজকের ঢাকা। এখন ঠিক এই মুহুর্তে দাড়িয়ে যদি প্রশ্ন জাগে কেমন ছিল স্বাধীনতা অর্জনের সত্তরের দশক। কেউ কেউ স্মৃতি খুঁজে ফিরবেন। কেউ কেউ কৌতুহলী হবেন নিশ্চয়ই।
কেউ কেউ ভাবতে শুরু করবেন, তখনও কি ছিল এমন অসহনীয় যানজট, সুউচ্চ দালানের ভিড় ছিল? আলো-ঝলমলে, বর্ণিল আর চাকচিক্যময় পরিবেশে সোডিয়াম বাতির আড়ালে ঢাকার পরিবর্তন কতটুকু? চলুন জেনে নেয়া যাক ঢাকা শহরের খুঁটিনাটি এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পর্কে
১৭১৭ সালের পর দীর্ঘদিন ঢাকা রাজধানীর মর্যাদাহীন থাকে। ব্রিটিশ শাসনামলে ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকাকে আবার বাংলার রাজধানী করা হয়
কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা থেকে রাজধানী আবার স্থানান্তর করা হয়। এরপর ১৯৪৭ সালে ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী করা হয় এবং১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকাকে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে।
১৭ শতকের দিকে গোড়াপত্তন হয় ঢাকা নগরীর। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। ইতিহাস ও ঐতিহ্যে ঢাকার জুড়ি মেলা ভার। ধারণা করা হয়, কালের বিবর্তনে ঢাকা প্রথমে সমতট, পরবর্তীতে বঙ্গ-গৌড় প্রভৃতি রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো। ১৩০০ খ্রিষ্টাব্দের শেষের দিকে মুসলমানেরা ঢাকা দখল করে নেয়।
বিশ্ববিদ্যালয় গুলোর নাম এবং বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটের লিংক দেওয়া হল
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে
ঢাকা বিভাগ ১৩টি জেলা, ৪টি সিটি কর্পোরেশন, ১২৩টি উপজেলা, ৫৮টি পৌরসভা, ১,২৩৯টি ইউনিয়ন পরিষদ, ১২,৭৬৫টি মৌজা, ৫৪৯টি ওয়ার্ড, ১,৬২৩টি মহল্লা এবং ২৫,২৪৪টি গ্রাম নিয়ে গঠিত।জেলাগুলোর নাম হলোঃ- ঢাকা জেলা,
- নারায়ণগঞ্জ জেলা
- মুন্সিগঞ্জ জেলা
- মানিকগঞ্জ জেলা
- গোপালগঞ্জ জেলা
- কিশোরগঞ্জ জেলা
- গাজীপুর জেলা
- ফরিদপুর জেলা
- মাদারীপুর জেলা
- শরীয়তপুর জেলা
- টাঙ্গাইল জেলা
- রাজবাড়ী জেলা ।
ঢাকা জেলায় কয়টি উপজেলা রয়েছে
ঢাকা জেলায় ৫টি উপজেলা রয়েছে। উপজেলাগুলোর নাম হলঃ- ধামরাই
- দোহার
- কেরানীগঞ্জ
- নবাবগঞ্জ
- সাভার।
আরো পড়ুনঃ ঢাকা বিভাগে কয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে
ফরিদপুর জেলায় কয়টি উপজেলা রয়েছে
ফরিদপুর জেলায় নয়টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল-- ফরিদপুর সদর
- ভাঙ্গা
- বোয়ালমারী
- চর ভদ্রাসন
- ফরিদপুর সদর
- মধুখালী
- নগরকান্দা
- সদরপুর
- সালথা
আরো পড়ুনঃ চট্টগ্রাম বিভাগে কয়টি জেলা রয়েছে
গাজীপুর জেলায় কয়টি উপজেলা রয়েছে
গাজীপুর জেলায় ৫ টি উপজেলা রয়েছে। উপজেলা গুলোর নাম হলঃ- গাজীপুর সদর
- কালিয়াকৈর
- কালীগঞ্জ
- কাপাসিয়া
- শ্রীপুর
আরো পড়ুনঃ বরিশাল বিভাগে কতগুলো জেলা রয়েছে
জেলায় কয়টি উপজেলা রয়েছে
গোপালগঞ্জ জেলা ৫ টি উপজেলা, ৫ টি থানা, ৪টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়ন নিয়ে গঠি গোপালগঞ্জ ।উপজেলাগুলোর নাম হলঃ- গোপালগঞ্জ সদর
- কাশিয়ানী
- কোটালীপাড়া
- মুকসুদপুর
- টুংগীপাড়া
কিশোরগঞ্জ জেলায় কয়টি উপজেলা রয়েছে
কিশোরগঞ্জ জেলায় ১৩ টি উপজেলা রয়েছে। উপজেলাগুলোর নাম হলঃ- অষ্টগ্রাম
- বাজিতপুর
- ভৈরব
- হোসেনপুর
- ইটনা
- করিমগঞ্জ
- কটিয়াদী
- কিশোরগঞ্জ সদর
- কুলিয়ারচর
- মিঠামইন
- নিকলী
- পাকুন্দিয়া
- তাড়াইল
আরো পড়ুনঃ রংপুর বিভাগে কয়টি জেলা রয়েছে
মাদারীপুর জেলায় কয়টি উপজেলা রয়েছে
মাদারীপুর জেলায় ৩ টি সংসদীয় আসন, ৪টি উপজেলা, ৪ টি পৌরসভা, ৫৯ টি ইউনিয়ন, ১০৬২ টি গ্রাম, ৪৭৯ টি মৌজা রয়েছে। উপজেলা গুলোর নাম হলঃ- কালকিনী
- মাদারীপুর সদর
- রাজৈর
- শিব চর।
মানিকগঞ্জ জেলায় কয়টি উপজেলা রয়েছে
মানিকগঞ্জ জেলায় ৭টি উপজেলা রয়েছে। উপজেলা গুলোর নাম হলঃ- দৌলতপুর
- ঘিওর
- হরিরামপুর
- মানিকগঞ্জ
- সাটুরিয়া
- শিবালয়
- সিংগাইর
মুন্সিগঞ্জ জেলায় কয়টি উপজেলা রয়েছে
মুন্সীগঞ্জ জেলায় ৬টি উপজেলা রয়েছে। ৬ টি উপজেলার মধ্যে ৬৭ টি ইউনিয়ন রয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ০৯ টি। উপজেলা গুলোর নাম হলঃ- গজারিয়া
- লৌহ জং
- মুন্সিগঞ্জ সদর
- সিরাজদিখান
- শ্রীনগর
- টঙ্গীবাড়ি।
নারায়ণগঞ্জ জেলায় কয়টি উপজেলা রয়েছে
নারায়ণগঞ্জ জেলায় পাঁচটি উপজেলা রয়েছে। উপজেলা গুলোর নাম হলঃ- নারায়ণগঞ্জ সদর
- সোনারগাঁও
- আড়াইহাজার
- বন্দর
- রূপগঞ্জ।
নরসিংদী জেলায় কয়টি উপজেলা রয়েছে
নরসিংদী জেলায় ৬টি উপজেলা রয়েছে, উপজেলা হলো-- বেলাবো
- মনোহরদী
- নরসিংদী সদর
- পলাশ
- রায়পুরা
- শিবপুর
রাজবাড়ী জেলায় কয়টি উপজেলা রয়েছে
রাজবাড়ী জেলায় সর্বমোট ৪২টি ইউনিয়ন, ৩ টি পৌরসভা ও ৫টি উপজেলা রয়েছে। উপজেলা গুলো হলঃ- বালিয়াকান্দি
- গোয়ালন্দ
- পাংশা
- রাজবাড়ী সদর
- কালুখালী
শরীয়তপুর জেলায় কয়টি উপজেলা রয়েছে
শরীয়তপুর জেলা ৬ টি উপজেলা, ৭ টি থানা, ৫টি মিউনিসিপ্যালিটি, ৬৪টি ইউনিয়ন পরিষদ, ৪৫টি ওয়ার্ড, ৯৩টি মহল্লা, ১২৩০টি গ্রাম এবং ৬০৭টি মৌজা নিয়ে গঠিত। উপজেলা গুলোর নাম হলঃ- শরীয়তপুর সদর
- ভেদরগঞ্জ
- ডামুড্যা
- গোসাইরহাট
- নড়িয়া
- জাজিরা।
টাঙ্গাইল জেলায় কয়টি উপজেলা রয়েছে
টাঙ্গাইল জেলায় মোট উপজেলার সংখ্যা ১২ টি এবং মোট ইউনিয়নের সংখ্যা ১১৯ টি। টাঙ্গাইল সদর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১২ টি।উপজেলা গুলোর নাম হলঃ- টাঙ্গাইল সদর
- বাসাইল
- দেলদুয়ার
- ঘাটাইল
- গোপালপুর
- কালিহাতী
- মধুপুর
- মির্জাপুর
- নাগরপুর
- সখীপুর
- ধনবাড়ী
ঢাকা বিভাগের জনসংখ্যা ও আয়তন কত
ঢাকা বিভাগের আয়তন হলো ২০,৫৩৯ বর্গকিমি (৭,৯৩০ বর্গমাইল) এবং জনসংখ্যা গণনা ২০২২এর মতে ৪,৪২,১৫,১০৭ জন। এখানে প্রতি বর্গকিলোমিটারে বাস করেন ২১৫৬ জন মানুষ।ঢাকা জেলার আয়তন কত
ঢাকা জেলার মোট আয়তন ১৪৬৩.৬০ বর্গ কিঃ মিঃ। মোট জনসংখ্যা ১,২৫,১৭,৩৬১০ জনসংখ্যার ঘনত্ব ৮,৬০০/বর্গকিমি (২২,০০০/ বর্গমাইল) সাক্ষরতার হার মোট ৭০.৫০%। এই জেলার উত্তরে গাজীপুর জেলা ও টাঙ্গাইল জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ জেলা, পূর্বে নারায়ণগঞ্জ জেলা পশ্চিমে মানিকগঞ্জ জেলা এবং দক্ষিণ পশ্চিমে ফরিদপুর জেলা অবস্থিত।ঢাকা জেলায় কয়টি সিটি কর্পোরেশন আছে
ঢাকা জেলায় ২টি সিটি কর্পোরেশন আছেঃ- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
ঢাকার দর্শনীয় স্থান
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লা, ঢাকেশ্বরী মন্দির, আহসান মঞ্জিল, ছোট কাটরা, বড় কাটরা, কার্জন হল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবন, সাত গম্বুজ মসজিদ, তারা মসজিদ, ঢাকা গেইট, পরীবিবির মাজার, নর্থব্রুক হল, জিনজিরা প্রাসাদ, খান মোহাম্মদ মৃধা মসজিদ, মুসা খান মসজিদ, কোকিলপেয়ারি জমিদার বাড়ি,ঢাকায় ঘোরার জায়গা
রমনা উদ্যান, সোহ্রাওয়ার্দী উদ্যান, জাতীয় উদ্ভিদ উদ্যান, ঢাকা শিশু পার্ক, ঢাকা চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় যাদুঘর, মুক্তিযুদ্ধ যাদুঘর, বলধা গার্ডেন, বঙ্গবন্ধু নভোথিয়েটার, হাতিরঝিল।ঢাকার পূর্ব নাম কি
১৬১০ সালে ঢাকাকে প্রথম বাংলার রাজধানী করা হয়। এ সময়ে মোগল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর।ঢাকা কত বার বাংলার রাজধানী হয়
ঢাকা .৪ বার বাংলার রাজধানী হয় এবং ১ বার বাংলাদেশের রাজধানী হয়।চলুন বিস্তারিত জেনে নেওউয়া যাক ১৬১০ সালে ঢাকাকে প্রথম বাংলার রাজধানী করা হয়। এবং প্রথম নাম ছিলো জাহাঙ্গীরনগর।১৭১৭ সালের পর দীর্ঘদিন ঢাকা রাজধানীর মর্যাদাহীন থাকে। ব্রিটিশ শাসনামলে ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকাকে আবার বাংলার রাজধানী করা হয়
কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা থেকে রাজধানী আবার স্থানান্তর করা হয়। এরপর ১৯৪৭ সালে ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী করা হয় এবং১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকাকে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে।
কারো কারো মতে, ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে কালক্রমে ঢাকা নামকরণ হয়। আবার অনেকের মতে, মোগল সম্রাট জাহাঙ্গীরযখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায়।
ঢাকার ইতিহাস
কেমন ছিলো আমাদের প্রাচীন ঢাকা? ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে গড়ে ওঠা রাজধানী ঢাকার ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক।
১৭ শতকের দিকে গোড়াপত্তন হয় ঢাকা নগরীর। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। ইতিহাস ও ঐতিহ্যে ঢাকার জুড়ি মেলা ভার। ধারণা করা হয়, কালের বিবর্তনে ঢাকা প্রথমে সমতট, পরবর্তীতে বঙ্গ-গৌড় প্রভৃতি রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো। ১৩০০ খ্রিষ্টাব্দের শেষের দিকে মুসলমানেরা ঢাকা দখল করে নেয়।
ঢাকা বিভাগে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে
বাংলাদেশে 53টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যার অধিকাংশই উচ্চশিক্ষা গ্রহণ করে। স্ব-শাসিত সংস্থা হিসাবে পরিচালিত এই বিশ্ববিদ্যালয়গুলি সরকার দ্বারা অর্থায়ন করা হয়। ঢাকা বিভাগে ১৩ বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে আটটি ঢাকা শহরে রয়েছে।বিশ্ববিদ্যালয় গুলোর নাম এবং বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটের লিংক দেওয়া হল
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়–https://bsmrau.edu.bd/
- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় http://sau.edu.bd/
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(BUET)- ঢাকা (প্রতিষ্ঠিত ১৯৬২ খ্রিস্টাব্দ)http://buet.ac.bd/
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়(BSMRAU), গাজীপুর ( প্রতিষ্ঠিত ১৯৯৮ খ্রিস্টাব্দ) https://bsmrau.edu.bd/
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU)- ঢাকা( প্রতিষ্ঠিত ২০০১ খ্রিস্টাব্দ)- http://sau.edu.bd/
- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BUET)- ঢাকা (প্রতিষ্ঠিত ১৯৬২ খ্রিস্টাব্দ) http://buet.ac.bd/
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET)- ঢাকা (প্রতিষ্ঠিত ২০০৩ খ্রিস্টাব্দ) http://duet.ac.bd/
- ঢাকা বিশ্ববিদ্যালয় (DU)- ঢাকা (প্রতিষ্ঠিত ১৯২১ খ্রিস্টাব্দ)https://du.ac.bd/
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(JU)-ঢাকা (প্রতিষ্ঠিত ১৯৭০ খ্রিস্টাব্দ) http://www.juniv.edu/
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়(JNU)-ঢাকা (প্রতিষ্ঠিত ২০০৫ খ্রিস্টাব্দ) http://jnu.ac.bd/
- বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস(BUP)-ঢাকা (প্রতিষ্ঠিত ২০০৮খ্রিস্টাব্দ) http://bup.edu.bd/
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (MSMMU)- ঢাকা (প্রতিষ্ঠিত ১৯৯৮খ্রিস্টাব্দ) http://bsmmu.edu.bd/
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(MBSTU)-ঢাকা (প্রতিষ্ঠিত ১৯৯৯ খ্রিস্টাব্দ) http://mbstu.ac.bd/
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(BSMRSTU)-ঢাকা (প্রতিষ্ঠিত ২০১১খ্রিস্টাব্দ) http://www.bsmrstu.edu.bd/
- বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল (BUTEX)- ঢাকা (প্রতিষ্ঠিত ২০১০খ্রিস্টাব্দ)http://butex.edu.bd/
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় (BDU) - কালিয়াকৈর (প্রতিষ্ঠিত ১৯৬২ খ্রিস্টাব্দ)https://bdu.ac.bd/
2020 সালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন শিক্ষার্থীদের তালিকাভুক্তির জন্য ক্লাস্টার ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থা অনুযায়ী বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে পাঁচটি ক্লাস্টারে সাজাতে হবে।
কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি; একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলির জন্য, একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলির জন্য, একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলির জন্য এবং শেষটি সাধারণ স্টাডিজ বিশ্ববিদ্যালয়গুলির জন্য।
লেখকের মন্তব্যঃ
প্রিয় পাঠক উপরের আর্টিকেলটিতে মূলত ঢাকা বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সর্বোচ্চ নির্ভুল তথ্য প্রদানের চেষ্টা করা হয়েছে। ঢাকা বিভাগের অন্তর্গত লোক ,সংখ্যা আয়তন, এই বিভাগে কতটি জেলা রয়েছে, কতটি থানা রয়েছে সেগুলো সম্পর্কে তথ্য উল্লেখ করা হয়েছে।সেই সাথে আরো উল্লেখ করা হয়েছে ঢাকা শহরের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি এবং ঢাকা শহরের বিভিন্ন দর্শনের স্থান, বিশ্ববিদ্যালয় সমূহ উল্লেখ করা হয়েছে। আশা করি উপরোক্ত পোস্টটি পড়ে ঢাকা বিভাগ সম্পর্কে আপনার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে।
সেই সাথে এই ধরনের তথ্যগুলো থেকে বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে সে দিক থেকে বিবেচনা করলেও আপনি উপকৃত হয়েছেন। সুতরাং পোস্টটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এবং ক্লাসমেটদের শেয়ার করতে পারেন যাতে করে তারাও এই বিষয়ে সম্পর্কে জানতে পারে।
আর এই পোস্ট সম্পর্কে যদি কোন মতামত কিংবা পরামর্শ থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যাতে আপনার কমেন্ট পড়ে অন্যরাও উপকৃত হতে পারে। আর এ ধরনের আরো অন্যান্য বিভাগ সম্পর্কে এবং বিভিন্ন জ্ঞান মূলক এবং বিজ্ঞান চিন্তা ভাবনার আর্টিকেল আমরা ওয়েবসাইটে প্রকাশ করে থাকে।
যদি আপনি আগ্রহে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ভিজিট করতে পারেন।পরিশেষে পোস্টে সম্পন্ন পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ💚।
বিপ্লব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়
comment url