বিল গেটস এর বিখ্যাত ৫০টি উক্তি

বিশ্বের বিখ্যাত ব্যক্তিবর্গের বিখ্যাত উক্তিগুলো আমাদের জীবনে সফলতা অর্জন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন জেনে নেয়া যাক বিশ্বের সফলতম ব্যক্তিদের অনুপ্রেরণামূলক বিখ্যাত উক্তি সমূহ।
বিল গেটস এর বিখ্যাত ৫০টি উক্তি

ভূমিকা

অনুপ্রেরণা হলো এমন এক বিষয় যা যদি একবার কোন ব্যক্তির মধ্যে তা সঞ্চিত হয়ে যায় তাহলে তার মধ্যে সফলতার আসা জেগে ওঠে। যদি গবেষণা করে দেখা যায় তাহলে দেখা যাবে যে অনুপ্রেরণায় হলো বিশ্বের সফলতম ব্যক্তিবর্গদের মূল উৎস। তারা যে বিশ্ব জয় করেছে তার মূলে রয়েছে তাদের চিন্তাশক্তি ও অনুপ্রেরণা।

উদাহরণ সবকিছু বিখ্যাত ব্যক্তিবর্গদের কথা উল্লেখ করতে হয় যেমন- পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীগণ যেমন স্যার আইজ্যাক নিউটন , আলবার্ট আইনস্টাইন , স্টিফেন হকিং , বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় যাদের নাম রয়েছে যেমন ,ইলন মাস্ক, বিল গেটস, জ্যাকমা ইত্যাদি আরো অনেক সফল ব্যক্তিবর্গ।

 এইসব ব্যক্তিবর্গ যারা তাদের জীবনে অর্জিত অভিজ্ঞতা এবং সফলতার দিক হিসেবে বিভিন্ন উক্তি আমাদের দিয়ে থাকেন। যাতে করে আমরা তাদের উক্তিগুলো শুনে অনুপ্রাণিত হয়ে জীবনে সফল হতে পারি। এরকমই কিছু সফল ব্যক্তিবর্গের বিখ্যাত কিছু উক্তি তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস।

চলুন জেনে নেয়া যাক কোন ব্যক্তির জীবন সম্পর্কে ধারণা কেমন এবং তার জীবন দর্শন কেমন। তাদের অনুপ্রেরণামূলক উক্তি গুলো তুলে ধরা হলো।

বিল গেটস এর বিখ্যাত উক্তি

"আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।"

"পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো। বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা, টিভির চ্যানেলই পরিবর্তন করতে পারবেনা"
আরো পড়ুনঃ বিল গেটস এর জীবনী

"একবার পরীক্ষায় আমি কয়েকটা বিষয়ে ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধুরা সব বিষয়ে পাস করেছিল। এখন তারা মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।"
আমাদের প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পিছনে, যদি তা আমরা বদলাতে চাই।আপনার জীবনকে বদলে দেবে? আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে।"

"আমরা সর্বদাই আগামী দুবছরে যা ঘটবে সেগুলিকে বেশি গুরুত্ব দিই, আর আগামী দশ বছরে যা ঘটতে চলেছে তাকে অবহেলা করি। কখনোই নিজেকে অবহেলা করবেন না।"

"আমাদের প্রত্যেকেরই এমন মানুষকে দরকার, যারা আমাদের কাজ সম্পর্কে মতামত দেবে। তাহলেই আমরা নিজেদের উন্নত করতে পারবো।"

"নিজেকে পৃথিবীর কারোর সাথেই তুলনা করবেন না। যদি তা করেন, তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন।"

"আমি বিশ্বাস করি যে, আপনি যদি মানুষদের সমস্যা দেখান এবং সমাধানটাও দেখান, তবে মানুষ স্থানান্তর হবেই।"

"সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মত। এটা দক্ষ ও বুদ্ধিমান লোকেদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না।"

"কে বলেছে আমরা দারিদ্র কিংবা রোগ-ব্যাধিকে নির্মূল করতে পারব না? আমরা অবশ্যই পারবো। সমস্যা যত বড়ই হোক না কেন, আশা মানুষকে বাঁচিয়ে রাখে, নতুন কিছু উদ্ভাবন করতে অনুপ্রেরণা যোগায়। কিন্তু সমস্যাকে নিজের চোখে না দেখলে শুধু আশা দিয়ে সমস্যা সমাধান করা যায় না।"

"প্রযুক্তি শুধু একটি উপকরণ মাত্র। ছোটদের একসঙ্গে কাজ করার ও তাদের অনুপ্রাণিত করার জন্য শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

"যদি আমরা পরবর্তী প্রজন্মকে দেখি, তাহলে লিডার সেই হবে যে অন্যদেরকে সক্ষম বানাতে পারবে।"

"মাইক্রোসফট লোভের দ্বারা নয় বরং নতুন উদ্ভাবন ও নিরপেক্ষতার দ্বারা তৈরি হয়েছে।"

"সফলতা উদযাপন করা ভালো, তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে।"

"বড় কিছু পেতে গেলে, আপনাকে অনেক সময় বড় ঝুঁকি নিতে হবে।"

"জীবন কতগুলো পরীক্ষার সেমিষ্টারে বিভক্ত নয়। এখানে কোন গ্রীষ্মকালীন ছুটি নেই। এবং খুব কম সংখ্যক লোকই তোমাকে তোমার সামর্থ্য চেনাতে সাহায্য করতে আসবে।"

"সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন, অনেক কিছু শিখতে পারবেন।"

"একটি নির্দিষ্ট সময়ে গিয়ে অর্থের কোন উপযোগিতা আমার কাছে নেই। একটি সংস্থা গঠন এবং তা থেকে প্রাপ্ত সম্পদ বিশ্বের দরিদ্রতম স্থানে প্রদান করাতেই এর উপযোগিতা নিহিত।"

পৃথিবীর কেউই আপনার মূল্য নিয়ে ভাবেনা, সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে।"

"আপনি যদি কোন কিছু ভালোভাবে করতে না পারেন তাহলে অন্তত চেষ্টা করুন।"

"যারা অজ্ঞ থেকেছে তারা সবসময় নতুনকে বরণ করে নিতে ভয় পেয়েছে। একটু সরাসরি বলতে গেলে, অজ্ঞতাই ভয়ের জন্ম দেয়।"

"মানুষ সবসময় পরিবর্তনে ভয় পাই। তা আমরা দেখতে পাই, যখন বিদ্যুৎ আবিষ্কার হয়। তখন মানুষ বিদ্যুৎ ব্যবহারে ভয় পেত। তারা কয়লা এবং গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রেও ভয় করত।"

"আমি কোনো কঠিন কাজ করার জন্য সব সময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করবো, কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে।"

"আপনার সবচেয়ে অসন্তুষ্ট ক্রেতারাই আপনার শিক্ষা নেওয়ার সবচেয়ে বড় উৎস। অর্থাৎ আপনার অসন্তুষ্ট ক্রেতাদের থেকেই আপনি শিক্ষাগ্রহণ করতে পারেন। তাদের সকল অভিযোেগই হচ্ছে শিক্ষার মূল উৎস।"

"যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে 'তুমি কে'? কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে 'তুমি কে'?"

"একবার পরীক্ষায় আমি কয়েকটা বিষয়ে ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধুরা সব বিষয়ে পাস করেছিল। এখন তারা মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।"

"পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো। বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা, টিভির চ্যানেলই পরিবর্তন করতে পারবেনা

"আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোেষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।"

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত উক্তি

"যখন একজন পুরুষ সুন্দরী নারীর পাশে এক ঘন্টা ধরে বসে থাকেন, তখন মনে হয় মাত্র এক মিনিট পেরিয়েছে। কিন্তু তাকে একটি গরম চুলার ও। বসিয়ে দিলে এক মিনিটই মনে হবে এক ঘন্টার চেয়ে বেশি। এটিই আপেক্ষিক তত্ত্ব।"

চিন্তাশক্তি করার ক্ষমতা থাকা মেধাশক্তি থেকেও বেশি প্রয়োজনীয়। মেধা সাধারণত সামান্য বিষয়েই সীমাবদ্ধ থাকে।"
আরো পড়ুনঃ আলবার্ট আইনস্টাইনের জীবনী

"চিন্তাশক্তি করার ক্ষমতা থাকা মেধাশক্তি থেকেও বেশি প্রয়োজনীয়। মেধা সাধারণত সামান্য বিষয়েই সীমাবদ্ধ থাকে।"

যখন একজন পুরুষ সুন্দরী নারীর fo পাশে এক ঘন্টা ধরে বসে থাকেন, তখন মনে হয় মাত্র এক মিনিট পেরিয়েছে। কিন্তু তাকে একটি গরম চুলার ও। বসিয়ে দিলে এক মিনিটই মনে হবে এক ঘন্টার চেয়ে বেশি। এটিই আপেক্ষিক তত্ত্ব।"

"একজন সুখী মানুষ তিনিই যিনি ভবিষ্যতে অতিমাত্রায় অধিষ্ঠিত হতে বর্তমান নিয়ে অতি বেশি সন্তুষ্ট থাকেন।"

"এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।""

"একজন সুন্দর, আকর্ষনীয় রমনির পাশে দু'ঘণ্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীস্মের গরমের মাঝে রাস্তায় দু মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন।"

"যারা আমাকে সাহায্য করেনি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের সাহায্য না করার কারণেই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।"

"আপনি যদি অন্যদের অনুসরণ করেন, তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন আপনি তার জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে এগোতে থাকেন তাহলে হয়তো এমন এক সাফল্য- মন্ডিত জায়গায় পৌঁছাবেন, যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেননি।"

"তোমার অংকের সমস্যা নিয়ে দুশ্চিন্তা করোনা, আমি নিশ্চয়তা দিচ্ছি আমার সমস্যা আরও অনেক বেশি।"

"যে কোনো যুক্তি আপনাকে A থেকে B পর্যন্ত নিয়ে যাবে কিন্তু কল্পনাশক্তি আপনাকে সব জায়গাতেই নিয়ে যাবে।"

আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর। আমার চিন্তাগুলো ৯৯ বারই ভুল হয়েছে, তবে শততম বারে আমি সফল হয়েছি।"

"সমস্ত কঠিন আর সমস্যার মাঝেই লুকিয়ে থাকে সেরা সুযোগটি।"

"সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধসম্পন্ন গুণী মানুষ হওয়ার চেষ্টা করো।"

গতকাল থেকে শিখুন, আজকের দিনটাকে নিয়ে বেঁচে থাকুন, আর আশাটা করুন আগামীকালের জন্য। তবে সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন করা থামাবেন না।"

"আমি কখনোই ভবিষ্যৎ নিয়ে ভাবিনি, কারণ এটা যথেষ্ট দ্রুত চলে আসে।"

"সবকিছু যতটা সম্ভব সরল করা উচিত, তবে একদম সরল নয়।"

"বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হল প্রতিভার সীমা আছে, তবে বোকামির কোন সীমা নেই।"

"আমি সবসময়ই পরিক্ষার বিরোধিতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোন- ভাবেই দুটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো তাহলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম।"

"বিজ্ঞান খুব সুন্দর জিনিস যদি এর থেকে কাউকে উপার্জন করতে না হয়।"

"পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থের উপর বিচার করেন তাহলে সে সারা জীবনে নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে।"

"আপনাকে আগে খেলার নিয়মটি শিখতে হবে আর তারপরেই আপনাকে অন্যদের চাইতে ভালো খেলতে হবে।"

"ধর্মহীন বিজ্ঞান পঙ্গু আর বিজ্ঞানহীন ধর্ম অন্ধ।"

"আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হল শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব।"

"স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাওয়ার পরে, যেটুকু অবশিষ্ট থাকে, তাই হল প্রকৃত শিক্ষা।"

"যে কখনো ভুল করেনা, সে নতুন কিছু করার চেষ্টাও করে না।"

"ঘটনার সঙ্গে যদি তত্ত্ব না মেলে তাহলে ঘটনাকে পাল্টাও।"

"দুর্বল মনোভাব হচ্ছে চরিত্রের দুর্বলতা।"

"দুটো জিনিস অসীম- মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতা। এবং মহাবিশ্বের ব্যাপারে আমি এখনো পুরোপুরি নিশ্চিতনা।"

"ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ-অভিকর্ষকে দায়ী করতে পারি না।"

"যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি ৫৫ মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি।"

জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনটির জন্য বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত।"

আইজ্যাক নিউটনের বিখ্যাত উক্তি

সত্যই নীরবতা ও ধ্যানের বংশধর। আমি বিষয়টিকে আমার সামনে ক্রমাগত রাখি এবং অপেক্ষা করে দেখি, প্রথম আলোটি ধীরে ধীরে খোলা থাকে, সামান্য এবং সামান্যই পূর্ণ এবং পরিষ্কার আলোতে।"
"আমার কাছে বিজ্ঞানের অগ্রগতির সাথে সম্পর্কিত পার্থিব সম্মান বা পার্থক্যের উচ্চ উৎস কখনও ছিল না।"

"প্রতিটি কর্মের জন্য, সর্বদা সমান প্রতিক্রিয়া বিরোধিতা করা হয়।"

"পবিত্রতার পথটি অসামান্য চিন্তাধারার সাথে সরাসরি সংগ্রাম করা নয়, বরং কিছু স্থাপনা দ্বারা, বা পড়ার মাধ্যমে, বা অন্যান্য জিনিসের উপর মনোযোগ দিয়ে চিন্তাভাবনাকে প্রতিরোধ করা নয়।"

"জিনিসগুলির সম্পত্তি অনুসন্ধানের জন্য, সঠিক পদ্ধতি পরীক্ষা থেকে তাদের নির্ণয় করা।

"চাঁদ পৃথিবীর দিকে মহাকর্ষিত হয় এবং মহাকর্ষের শক্তি ক্রমাগত রেক্টিলিনের গতি থেকে সরে যায়, এবং তার কক্ষপথে থাকে।

"বোঝার সবচেয়ে ভাল উপায় হল, কিছু ভাল উদাহরণ।"

"কৌশল একটি শত্রু ছাড়া, একটি বিন্দু তৈরীর শিল্প।"

"প্লেটো আমার বন্ধু, অ্যারিস্টটল আমার বন্ধু, কিন্তু আমার সবচেয়ে বড় বন্ধু সত্য।"

"পদার্থবিজ্ঞান, পদার্থবিদ্যা থেকে সাবধান।"

"কোন সাহসী অনুমান ছাড়াই কোনও দুর্দান্ত আবিষ্কার করা হয়নি।"

"আমার ক্ষমতা সাধারণ। শুধু আমার আবেদন আমাকে সফল করে তোলে।"

"এটা আমার কাছে সম্ভাব্য বলে মনে হচ্ছে যে, শুরুতে ঈশ্বর কঠিন, ভরসা, কঠোর, অযৌক্তিক, চলমান কণাগুলিতে বস্তু তৈরি করেছিলেন।"

"বস্তুর অন্তর্নিহিত শক্তি হচ্ছে প্রতিহত করার ক্ষমতা যার দ্বারা সবাই সক্ষম, যতক্ষন সম্ভব এটি তার অবস্থানে বিশ্রাম নেবে বা অবিলম্বে সরলভাবে চলতে থাকবে। এটি ওজন, সংখ্যাগুলি পরীক্ষা করা উচিত নয়।"

"অন্য কোন প্রমাণের অনুপস্থিতিতে, কেবল অঙ্গুলি আমাকে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্তুষ্ট করবে।

"যদি আমি কখনও কোনো মূল্যবান আবিষ্কার করে থাকি, তবে এটি অন্য কোনও প্রতিভার তুলনায় রোগীর মনোযোগের কারণে বেশি।"

"যদি আমি কিছু করি, যা আমি অত্যন্ত সন্দেহ করি, আমি কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করেছি।

"আমি বিশ্বাস করি যতটা আমি বিজ্ঞান অধ্যয়ন করি, তত বেশি আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস করি।"

"ত্রুটি শিল্প কিন্তু শিল্পীদের মধ্যে হয় না।"

সৃষ্টিকর্তাকে সন্দেহ * করো না, কারণ এটি অবিশ্বাস্য যে একা দুর্ঘটনাগুলি এই মহাবিশ্বের নিয়ামক হতে পারে।"

"বিশ্রামে থাকা বস্তু বিশ্রামে থাকবে। গতিতে থাকা বস্তুটি বাহ্যিক শক্তি দ্বারা কাজ না করা পর্যন্ত গতিতে থাকে।"

"আমি দর্শনতত্ত্বের ভিত্তি স্থাপন করেছি; এটির ব্যাখ্যা দার্শনিক নয়, বরং গাণিতিক।"

"ক্যালকুলাসের জন্য একটি আবেগ, নতুন বিশ্বে আনলক করতে পারে।"

"আমি দর্শনতত্ত্বের ভিত্তি স্থাপন করেছি; এটির ব্যাখ্যা দার্শনিক নয়, বরং গাণিতিক।"

আমার আবিষ্কার প্রতিভা-প্রসূত নয়; বহু বছরের অধ্যবসায় ও নিরবচ্ছিন্ন সাধনার ফল।"

"আপনাকে নিয়ম তৈরি করতে হবে, সেগুলি অনুসরণ করতে হবে না।"

"একজন মানুষ মিথ্যা জিনিস কল্পনা করতে পারে, কিন্তু সে কেবল সত্য জিনিসগুলি বুঝতে পারে। কারণ যদি জিনিসগুলি মিথ্যা হয়, তবে তাদের আশঙ্কা বোঝা যায় না।"

"আমার ক্ষমতা সাধারণ। শুধুমাত্র আমার গবেষণা আমাকে সাফল্য এনে দেয়।"

"সত্য হল, নীরবতা ও ধ্যানের সন্তান।"

"যে অর্ধহৃদয় চিন্তা করে, সে ঈশ্বরে বিশ্বাস করবে না; কিন্তু যে সত্যিই মনে করে, তাকে ঈশ্বরে বিশ্বাস করতে হবে।"

"আমার সমস্ত আবিষ্কার প্রার্থনার উত্তরে করা হয়েছে।"

"অন্য কোনও প্রমাণের অভাবে, বুড়ো আঙুলই আমাকে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করবে।

"আমি স্বর্গীয় দেহের গতি গণনা করতে পারি, কিন্তু মানুষের উন্মাদনা গণনা করতে পারি না।"

"আমি যদি অন্যদের চেয়ে আরও বেশি দেখেছি, তবে এটি দৈত্যদের কাঁধে দাঁড়িয়ে।"

"ব্যাখ্যার পরিবর্তে একটি বিস্ময়বোধক হিসাবে আপনার জীবন যাপন করুন।

"নাস্তিকতা এত নির্বোধ। যখন আমি সৌরজগতের দিকে তাকাই, আমি পৃথিবীকে সূর্য থেকে সঠিক দূরত্বে দেখি, তাপ এবং আলোর সঠিক পরিমাণ পেতে। ঘটনাক্রমে তা হয়নি।"

"সাহসী অনুমান ছাড়া, কোনও দুর্দান্ত আবিষ্কার কখনও করতে পারে না।

"সত্যকে কখনও সরলতার মধ্যে খুঁজে পাওয়া যায়, এবং জিনিসগুলির বহুগুণতা এবং বিভ্রান্তিতে নয়।"

"মাধ্যাকর্ষণ গ্রহগুলির গতি ব্যাখ্যা করে, তবে কে গ্রহগুলিকে গতিশীল করে তা ব্যাখ্যা করতে পারে না।"

"প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।"

"আর কখনো কখনো একটু বেশি মসৃণ নুড়ি- পাথর, কিংবা সুন্দর ঝিনুক খুঁজে পেয়েছে। এদিকে সত্যের মহাসমুদ্র, আমার সামনে অনাবিষ্কৃতই থেকে গেল।"

"আমি জানিনা, বিশ্ব আমায় কিভাবে মূল্যায়ন করবে। কিন্তু আমার চোখে আমি কেবলই এক ছোট বালক, যে সমুদ্র উপকূলে মনের আনন্দে খেলে বেড়িয়েছে।

"চাতুর্য হচ্ছে এমন একটি গুণ, যেখানে আপনি নিজের বক্তব্য সহজেই উপস্থাপন করতে পারবেন এবং তা কোনও শত্রু না তৈরি করেই।"

"যে শুধু সারাজীবন নুড়িই কুড়িয়ে গেল। সমুদ্রের জলও রাশির মত বিশাল এই জ্ঞান আমার অজানাই থেকে গেল।"

"আমি কতটুকু কি করতে পেরেছি জানি না, কিন্তু পৃথিবীর এই বিপুল জ্ঞানভান্ডারের জানার ক্ষেত্রে, আমি সাগরের তীরে দাঁড়িয়ে থাকা এক শিশুর মতো।"

"মানুষ অনেক বেশি দেয়াল তৈরি করেছে; কিন্তু পরস্পরের জন্য খুব বেশি সেতু তৈরি করতে পারে নি।"

"আমরা সাদা চোখে, একটি জলের কণা সম্পর্কেই জানতে পারি। কিন্তু বিশাল সমুদ্র সম্পর্কে, আমাদের জ্ঞান সামান্যই।"

"প্রকৃতি সবসময় সহজ কিছুই পছন্দ করে। প্রকৃতি মেকি হতে পারে না।"

মহাকর্ষ সবসময় আমাদের এটি ব্যাখা করতে পারে, যে গ্রহ গুলো কিভাবে ঘুরছে। কিন্তু এটি ব্যাখা করতে পারে না, যে কে গ্রহ গুলোকে এই অবস্থায় রেখেছেন।"

"সত্য সবসময় সহজবোধ্যতার মাঝে পাওয়া যায়। এটি কখনো জটিলতার মাঝে পাওয়া যাবে না।"

"মহান এই বিজ্ঞানীর বলে যাওয়া কিছু অসাধারণ উক্তি নিয়েই আজকের ভিডিওটি।"

মূলত স্যার নিউটন গতিবিদ্যার তিনটি অমর সূত্রের জন্য বেশি বিখ্যাত। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে- গতিবিদ্যার এই তৃতীয় সূত্র আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

স্টিফেন হকিং এর বিখ্যাত উক্তি

"কেউ যদি বলে আপনি ভুল করেছেন তাঁকে বলবেন, ভুল করা দরকারি। ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকব না।"

"মানুষ সাধারণত সাহায্য করতে প্রস্তুত থাকে। তোমার কাজ হলো নিজের সেরাটুকু দেওয়া এবং তাকে বোঝানো যে তার সাহায্য বৃথা যায়নি।"

"কোথাও আটকে গেলে তুমি যদি খেপে যাও, সেটা ভালো ফল আনবে না। এরকম অবস্থায় আমি সাধারণত সমস্যাটা নিয়ে ভাবতে থাকি, আবার অন্য কাজগুলোও চালিয়ে যাই।"

“তুমি যদি সব সময় রেগে থাকো, ক্রমাগত অভিযোগ করো, তোমার জন্য লোকের সময় হবে না”
১১১আরো পড়ুনঃ স্টিফেন হকিং এর জীবনী
“আমি স্রেফ একটা শিশু, যে কখনো বড় হয়নি। শিশুর মতোই আমি এখনো 'কেন', 'কীভাবে'এসব প্রশ্নের উত্তর খুঁজি। কদাচিৎ উত্তর পেয়েও যাই।”

“আমার মত অন্যান্য চলৎশক্তিহীন ব্যক্তিদের উদ্দেশ্যে আমার উপদেশ হবে এই যে, আপনারা কখনো নিজেদের নিয়ে হীনমন্যতায় ভুগবেন না বা আপনার অবস্থা কেন এমন হল তা নিয়ে কারণ খুঁজতে যাবেন না। এর কোন কারণ নেই। এর চাইতে নিজের মাঝে যতটুকু শক্তি রয়েছে, তা দিয়ে অন্যের উপকার করুন।”

“অসম্পূর্ণতা ছাড়া তোমার, আমার কারও অস্তিত্বই থাকত না।”

“জীবনটা যতই কঠিন মনে হোক না কেন, সব সময় তোমার নিশ্চয়ই কিছু না কিছু করার এবং সফল হওয়ার সুযোগ আছে।”

“পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াই হলো বুদ্ধিমত্তা”।

“প্রথমত, মাটির দিকে নয়, বরং আকাশের ওই তারাগুলোর দিকে চোখ রাখতে কখনো ভুলো না।”

“দ্বিতীয়ত, তুমি যা-ই করো না কেন, হাল ছেড়ো না। তোমার কাজই তোমাকে জীবনের অর্থ আর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে। কাজ ছাড়া জীবনটা নিরর্থক।”

“তৃতীয়ত, তুমি যদি ভালোবাসা পাওয়ার মতো যথেষ্ট সৌভাগ্যবান হও, তবে এই ভালোবাসাকে কখনো ছুড়ে ফেলো না।”

“বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে তাঁকে অন্যতম সেরা হিসেবে গণ্য করা হয়।”
“পৃথিবীকে উপহার দিয়েছেন কোয়ান্টাম তত্ত্বের মতো অবিস্মরণীয় কিছু তত্ত্ব।”

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক, উপরোক্ত আর্টিকেলটিতে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের কিছু বিখ্যাত উক্তি তুলে ধরা হয়েছে। মূলত এই উক্তিগুলোর উপর নির্ভর করে তারা তাদের জীবনে সফল হয়েছেন। আশা করি এই উক্তিগুলো আপনাদের জীবনেও কাজে দেবে সফল হওয়ার জন্য। আশা করি আর্টিকেলটি পড়ে কিছুটা হলেও অনুপ্রাণিত হয়েছে।

যদি এই আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে কি আপনার বন্ধুবান্ধব কিংবা সহপাঠীদের মাঝে শেয়ার করতে পারেন। যাতে করে তারাও সফল করার জন্য অনুপ্রাণিত হতে পারে আর্টিকেলটি পড়ে। আর এই ধরনের মোটিভেশনাল উক্তি সম্পর্কে জানতে চাইলে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করতে পারেন।

এছাড়াও আমরা আমাদের ওয়েবসাইটে বিজ্ঞানমনস্ক আর্টিকেল, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, সামাজিক কর্মকান্ড সম্পর্কে এবং জ্ঞান মূলক আর্টিকেলও প্রকাশ করে থাকি। আপনি যদি এই বিষয়গুলোতে আগ্রহী হন তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন।

অবশেষে আর অন্যান্য আর্টিকেলগুলো পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন।পরিশেষে আর্টিকেলটির সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ💚।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিপ্লব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়

comment url