পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি


পৃথিবীর ধনী দেশ সম্পর্কে আমাদের আগ্রহের শেষ নেই। অনেকের মনে প্রশ্ন থাকে যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি। চলুন জেনে নেয়া যাক সারা বিশ্বের মধ্যে ধনী দেশগুলোর তালিকা।
পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি

ভূমিকা

পৃথিবীর সবচেয়ে ধনী দেশের তালিকা করা হয় সে দেশের জিডিপি এবং মাথাপিছু আয় হিসেব করে। যে দেশে জিডিপি এবং মাথাপিছু আয় সবচেয়ে বেশি সেই দেশকে ধনী হিসেবে ঘোষণা করা হয়।

এই হিসেবে কয়েক বছর পর পরই জিডিপির উত্থান পতন ঘটে। যার ফলে ধনী দেশের তালিকা ও পরিবর্তন হয়। চলুন জেনে নেয়া যাক পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি এবং আরো অন্যান্য ধনী দেশসমূহের তালিকা।

পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি

পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ।
আরো পড়ুনঃ ইউরোপ মহাদেশের সবচেয়ে ধনী দেশ কোনটি

পৃথিবীর সবচেয়ে ধনী ১০ টি দেশের তালিকা

লুক্সেমবার্গ

বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষে যে দেশটি অবস্থান করছে তার নাম লুক্সেমবার্গ। আপনারা জানলে অবাক হবেন এই দেশের জনসংখ্যা মাত্র ৬ লাখ ৩৯ হাজার। এদেশের মোট জিডিপি হচ্ছে ৮৯ বিলিয়ন ইউএসডি।

তবে এই দেশের মানুষের মাথাপিছু আয় অন্যান্য দেশের মানুষের মাথাপিছু আয় এর চেয়ে অনেক বেশি। বর্তমানে এই দেশের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় বছরে ১,৪৩,৩২০ ইউএসডি। আর সর্বোচ্চ মাথাপিছু আয় এর ভিত্তিতে লুক্সেমবার্গ হলো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ।
আরো পড়ূনঃ উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে ধনী দেশ কোনটি

আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড পৃথিবীর অন্যতম প্রাচীন একটি দেশ। এবং বলা হয়ে থাকে আয়ারল্যান্ডের সবাই নাকি মিলিয়নিওর। বর্তমানে আয়ারল্যান্ডের মোট জনসংখ্যা ৫৩ লাখ। এদেশের জিডিপি হচ্ছে ৫৮৯বিলিয়ন ইউএসডি এবং আয়ারল্যান্ডের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় ১,৩৭,৬৪০ ইউএসডি।

সিঙ্গাপুর

সিঙ্গাপুর একসময় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল। কিন্তু মাথাপিছু আয় অন্য দেশের বেশি হওয়ায় সিংগাপুর ধনী দেশের তালিকায় কিছুটা নিচে নেমে এসেছে। বর্তমানে সিঙ্গাপুরের মোট জনসংখ্যা ৫৪ লাখ। এদেশের বর্তমান জিডিপি হচ্ছে ৪৯৭ বিলিয়ন ইউএসডি এবং মাথাপিছু আয় হচ্ছে বছরে ১,৩৩,৩১০ ইউএসডি।
আরো পড়ূনঃ আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী দেশ কোনটি

কাতার

বর্তমানে কাতার পৃথিবীর সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। বর্তমানে এদেশের মোট জনসংখ্যা মাত্র ৩০ লাখ এবং দেশের জিডিপি হচ্ছে ২৩০ বিলিয়ন ইউএসডি। এ সময়ে কাতারের সাধারণ জনগণের মাথাপিছু আয় হল বছরে ১,১৪,২১০ ইউএসডি।

ম্যাকাও

ম্যাকাও হচ্ছে এশিয়ার একটি দেশ। এই দেশটি বর্তমানে চায়নার অধীনে রয়েছে। এ দেশের মোট জনসংখ্যা হচ্ছে ৬৯০০০০। বর্তমানে এদেশের মোট জিডিপি হচ্ছে ২২ বিলিয়ন ইউএসডি এবং এ দেশের সাধারণ মানুষের মাথাপিছু আয় হলো বছরে ৯৮ হাজার ১৬০ ইউএসডি।

সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড কে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বলা হয়। এছাড়াও এ দেশটি বিখ্যাত হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি এবং মেটাল তৈরির জন্য। এছাড়াও এদেশে রয়েছে সুইস ব্যাংক যাতে পৃথিবীর বড় বড় ব্যক্তিরা তাদের সম্পদ জমা রাখে।

বর্তমানে এদেশের মোট জনসংখ্যা হচ্ছে ৮৭ লাখ। এদেশের মোট জিডিপি হচ্ছে ৮১৭ বিলিয়ন ইউএসডি এবং এই দেশের সাধারণ জনগণের মাথাপিছু আয় হচ্ছে বছরে৮৯,৫৪০ ইউএসডি।
আরো পড়ূনঃ দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ কোনটি

ইউনাইটেড আরব আমিরাত

ইউনাইটেড আরব আমিরাত তেল উৎপাদনের জন্য সারা বিশ্বের বিখ্যাত। এই দেশের জিডিপিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এ দেশের প্রাকৃতিক সম্পদ এবং ট্যুরিজম। বর্তমানে এদেশের মোট জিডিপি হচ্ছে ৩৩০ বিলিয়ন ইউএডি। এ দেশের সাধারণ জনগণের মাথাপিছু আয় হচ্ছে বছরে ৮৮,৯৬০ ইউএসডি।

সান মারিনো

সেন্ট মেরিনো দেশের জনসংখ্যা হল মাত্র ৩৪ হাজার। আশ্চর্যকর বিষয় হচ্ছে এ দেশে বসবাসকারী কোন মানুষকে ট্যাক্স দিতে হয় না। এদেশের জনগণের মাথাপিছু আয় বছরে ৮৪ হাজার ১৪০ ইউএসডি।

নরওয়ে

ইউরোপ মহাদেশের প্রাকৃতিক একটি হল নরওয়ে। নরওয়ে সারা বিশ্বের ট্যুরিজমের জন্য বিখ্যাত। প্রতিবছর এই দেশে হাজার হাজার পর্যটক যায়। বর্তমানে নরওয়ের মোট জনসংখ্যা মাত্র ৫০ লাখ। এই দেশের মোট জিডিপি হল ৫৪৭ বিলিয়ন ইউএসডি এবং এই দেশের সাধারণ মানুষের মাথাপিছু বছরে আয় ৬৬ হাজার ২১০ ইউএসডি।

আমেরিকা

আমেরিকা হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ। বর্তমানে আমেরিকার মোট জনসংখ্যা হচ্ছে ৩২ কোটি এবং এদেশের মোট জিডিপি হচ্ছে ২৬.৯০ ট্রিলিয়ন ইউএসডি। এই দেশের সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে বছরে ৪০ হাজার ৪৩০ ইউএসডি।

এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশ কোনটি

এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশ হলো সিঙ্গাপুর।

এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশের তালিকা

এশিয়া মহাদেশ কে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ বলা হয়। কারণ এশিয়া মহাদেশের ৪৮ দেশের অবস্থান রয়েছে। এই মহাদেশের অধীনে সবচেয়ে গরিব দেশ থেকে শুরু করে ধনী দেশের তালিকাতে থাকা দেশগুলোও রয়েছে। আবার এশিয়া মহাদেশের অধীনে সবচেয়ে বেশি মুসলিম দেশ রয়েছে চলুন জেনে নেয়া যাক এশিয়ার সবচেয়ে বড় ১০ টি দেশ কোনটি।

  • সিঙ্গাপুর

বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে সবচেয়ে ধনী দেশ হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর হলো দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ দেশ। এদেশ দেশটিতে প্রায় ৬০ লক্ষ মানুষ বসবাস করে।বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং অর্থনৈতিক সেবা খাত এ দেশটির আয়ের প্রধান উৎস।

এ দেশে প্রত্যেক বছর অসংখ্য পর্যটক ভ্রমন করতে আসে। সিঙ্গাপুরে অনেক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছ।বর্তমানে এদেশের জনগণের মাথাপিছু আয় হচ্ছে বছরে ১,৩৩,৩১০ ইউএসডি।

  • কাতার

এশিয়ার শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে কাতারের অবস্থান দ্বিতীয়। ২০২৩ সালে কাতার তালিকার এক নাম্বারে ছিল। এই দেশটি কাতার সাগর এবং মরুভূমির মাঝখানে অবস্থিত। কাতার দেশের আয়তন আমাদের ঢাকা বিভাগের থেকেও ছোট। আর এ দেশের শহরের নাম হলো দোহা যা কিনা বিশ্বের সবচেয়ে ধনী শহর গুলোর মধ্যে একটি।

এ সময়ে কাতারের সাধারণ জনগণের মাথাপিছু আয় হল বছরে ১,১৪,২১০ ইউএসডি।এদেশের আয়ের সবচেয়ে বড় উৎস হল তেল এবং খনিজ সম্পদ। তবে মজার ব্যাপার হলো কাতার দেশটিতে মাত্র ৩০লক্ষ মানুষ বসবাস করে।

  • ইউ এ ই ই(ইউনাইটেড আরব আমিরাত)

এশিয়ার শীর্ষ ধনীদের তালিকায় তিন নাম্বারের রয়েছে ইউ এ ই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। বর্তমানে এদেশের সাধারণ জনগণের মাথাপিছু আয় হচ্ছে ৭৮ হাজার মার্কিন ডলারএ দেশের রাজধানীর নাম হল আবুধাবি। আবুধাবি এই দেশের রাজধানী হওয়া সত্ত্বেও দুবাই হল এদেশের সবচেয়ে জনপ্রিয় একটি শহর।

দুবাইতে রয়েছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এবং সর্বোচ্চ স্থাপনা বুর্জ খলিফা, মানুষের তৈরি আইল্যান্ড এছাড়াও দুবাইতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শপিংমল যেটিকে দুবাই মল বলা হয়ে থাকে। দুবাইতে প্রায় সবাই মিলিয়নিয়ার। তবে আজ থেকে পঞ্চাশ বছর আগেও ইউ এ ই ই অতটা উন্নত ছিল না।

 স্বাধীনতার পরে এই দেশটি উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। এই দেশকে খনিজ সম্পদের ভান্ডার বলা হয়। আরব আমিরত রয়েছে অসংখ্য তেল এবং সোনার খনি। তেল উৎপাদনে আরব আমিরাত বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে।

  • ব্রুনাই

এশিয়ার শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ব্রণাই। মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরের মাঝামাঝি অবস্থিত একটি ক্ষুদ্রদীপ ব্রুনাই । এ দেশটি এখনো রাজা দ্বারা শাসিত হয়, যেমনটি প্রাচীন যুগে রাজা বাদশাদের আমলে দেখা যেত। এই দেশের অর্থনীতি তেল শিল্পের উপর নির্ভরশীল। বর্তমান সময় এই দেশের জনগণের মাথাপিছু আয় ৭৫ হাজার ডলার

  • হংকং

এশিয়ার শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে হংকং।এ দেশটি দক্ষিণ চীনে অবস্থিত। দক্ষিণ এশিয়ার বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হয় হংকংকে। এ দেশটি কম্ফুর জন্য বিখ্যাত। হংকং দেশের রাতের সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। দেশটি দিনের বেলা যতোটুকু সুন্দর তার থেকে অধিক সুন্দর হয়ে যায় রাতের বেলা।

বর্তমান সময়ে হংকং এর সাধারণ মানুষের মাথাপিছু আয় ৫০ হাজার মার্কিন ডলার। দেশটির বাণিজ্যিক সফলতা হংকং দেশটিকে এতটা উন্নত করেছে। আশ্চর্যের বিষয় হলো হংকংয়ে কোন ধরনের দুর্নীতি নেই যার ফলে দেশটি আজ এত উন্নত।

  • জাপান

এশিয়ার শীর্ষ ধনী দেশের তালিকায় জাপান রয়েছে ৬ নাম্বারে। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। জাপান হল পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ। যে ঠিক কিনা উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। জাপান দেশটি এনিমেশনের জন্য বিখ্যাত। এছাড়াও জাপান ইলেকট্রনিক্স সামগ্রী এবং অটোমোবাইল তৈরির জন্য বিখ্যাত। ২০২৪ সালে জাপানের মানুষের মাথাপিছু আয় ৫১ হাজার ডলার। জাপানের রাজধানী নাম হল টোকিওযেদিকে বিশ্বের সবচেয়ে বড় ফাইনান্সিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল শহরগুলো মধ্যে ধরা হয়।

  • কুয়েত

কুয়েত হল পশ্চিম এশিয়ার একটি মুসলিম দেশ। এ দেশটি মূলত তেল নির্ভর দেশ ।পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম তেলের খনি রয়েছে এই দেশটিতে। আর কুয়েতের অর্থনীতি তেল রপ্তানির উপর নির্ভর করে। ২০২৪ সালে কুয়েতের জনগণের মাথাপিছু আয় ৪৯ হাজার ডলার।

তবে এ দেশটি যে গতিতে এগোচ্ছে তা সামনে আর কয়েক বছর পরে এশিয়ার শীর্ষ ধনী দেশের তালিকার মধ্যে চলে আসবে। আর পৃথিবীর সবচেয়ে মূল্যবান মুদ্রা হলো কুয়েতি দিনার। এক দিনারের সমান বাংলাদেশের টাকার মূল্য ৩৫৬ টাকা যেখানে এক ডলারে বাংলাদেশের টাকার মূল্য ১০৯ টাকা।

আর এর থেকে বুঝতেই পারছেন যে কুয়েতের মুদ্রা আসলে কতটা শক্তিশালী।

  •  তাইওয়ান

এশিয়ার সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে তাইওয়ান রয়েছে ৮ নম্বরে। তাইয়ন দেশটি পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ সাগরের মাঝমাঝিতে অবস্থিত। এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনায় ভরপুর। এই দেশটিতে চীন প্রজাতন্ত্র দেখা যায়।তাইওয়ানের মোট জনসংখ্যা হল ২৩.৫৭ মিলিয়ন এবং বর্তমানে এদেশের মাথাপিছু আয় ৪২০০০ ডলার।

  • সৌদি আরব

এশিয়ার সবচাইতে ধনী দেশের মধ্যে সৌদি আরবের অবস্থান ১০ তম ।সৌদি আরবের বর্তমান জনসংখ্যা ৩৭, ৪৭৩, ৯২৯। এ দেশের জিডিপি হল $১.১০৬ ট্রিলিয়ন (নামমাত্র, ২০২৪) $২.৩৫৪ ট্রিলিয়ন (পিপিপি, 2024)বর্তমানে এ দেশের জনগণের মাথাপিছু আয় হল ৩৭ হাজার ডলার।পশ্চিম এশিয়ার একটি অন্যতম দেশ হচ্ছে সৌদি আরব ।

সৌদি আরব হচ্ছে মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র একটি দেশ। বলা হয়ে থাকে তেল সমৃদ্ধশালী দেশ সৌদি আরব। শুধুমাত্র তেলই নয় এছাড়াও আরো বেশ কিছু বিষয়ের জন্য সৌদি আরব বিখ্যাত। সমগ্র বিশ্বে অবশ্যই দেশটি তেল ছাড়াও রাজতন্ত্র এবং সারিয়া শাসনের জন্য অনেকটা বিখ্যাত। আর এসব কারণে সৌদি আরব বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস।

তেলের উপর সৌদি আরবের অর্থনীতি নির্ভরশীল। দেশটির জাতীয় বাজেটের ৭৫ শতাংশ এবং রপ্তানি বাজেটের ৯০% আসে তেল থেকে। গোটা বিশ্বে খনিজ তেলের যে মজুদ রয়েছে তার পাঁচ ভাগের একভাগ এই সৌদি আরবে রয়েছে যার পরিমাণ ২৬০০০ কোটি ব্যারেল। এছাড়াও দেশটিতে রয়েছে স্বল্প আকারে গ্যাস এবং স্বর্ণের খনি।

কয়েক বছর যাবত সৌদি আরবের জিডিপি খুব একটা বাড়ছে না। কারণ সৌদির প্রিন্স সৌদিতে ফিউচারিস্টিক শহর তৈরিতে এবং বিভিন্ন মেগা প্রকল্পে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে। আর আপনি জানলে অবাক হবেন যে ফিউচারিস্টিক শহর নির্মাণ করতে ৪৭ লক্ষ কোটি টাকা ব্যয় করা হচ্ছে

শীর্ষ ধনীর তালিকার মধ্যে বাংলাদেশের অবস্থান কত তম

২০২৪ সালে পৃথিবীর শীর্ষ ধনীর তালিকার মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭ তম এবং ভারত ৩৬ তম।
বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৯০০ ডলার।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক উপরোক্ত আর্টিকেলে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ এবং এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকাটি সম্প্রতি সময়ের জিডিপি তথ্য বিশ্লেষণ করে সাজানো হয়েছে। অনেক সময় জিডিপির উত্থান পতনের কারণে বিশ্বের অথবা এশিয়ার ধনী দেশের তালিকায় পরিবর্তন হতে পারে।তবে তা সময় সাপেক্ষ।

আশা করি আর্টিকেলটি পড়ে বিশ্বের ধনী দেশের সম্পর্কে আপনার ধারণা জন্মেছে। আর কিভাবে কোন দেশকে ধনী দেশ হিসেবে বিবেচনা করা হয় তা জানতে পেরেছেন। যদি এই পোস্টটি পড়ে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে এটি আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা সহকারীদের মাঝে শেয়ার করতে পারেন।

যাতে করে তারাও এ সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এছাড়া আপনি যদি বিজ্ঞানভিত্তিক, সাধারণ জ্ঞান ভিত্তিক, সামাজিক বিষয় বলে , বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক, বিখ্যাত ব্যক্তিদের জীবনী ও স্বাস্থ্য সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

এই ধরনের আর্টিকেল আমরা নিয়মিত প্রকাশ করে থাকি যা আপনার ব্যক্তি জীবন অনেক কাজে দেবে। আর্টিকেল সম্পর্কে যদি কোন প্রশ্ন মতামত কিংবা কোন পরামর্শ থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যাতে করে অন্যরা আর উপকৃত হতে পারে।

অবশেষে আরো অন্যান্য আর্টিকেলগুলো করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন।

পরিশেষে,আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ💚।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিপ্লব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়

comment url