Skitto সিমের ব্যালেন্স দেখার কোড
স্কিটো কি
অনেকেই জানেন না যে Skitto তো আসলে কি এটি হলো একটি মোবাইল সিম যার মাধ্যমে অন্যান্য সিমের মত ফোন কল কিংবা ইন্টারনেট ব্যবহার করা যায়। স্কিটো সিম হলো গ্রামীণফোন কোম্পানির একটি সিম যা মূলত ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য লঞ্চ করা হয়েছে। ইন্টারনেট সুবিধা ছাড়াও বিশেষ কলরেটে সাশ্রয়ী মূল্যে কথা বলা যায়।
Skitto সিমের ব্যালেন্স দেখার কোড
*121*1*1#Skittoসিমে এমবি চেক করার কোড
121*1*3#Skitto সিমে এসএমএস চেক করার কোড
121*1*4#Skitto সিমে মিনিট চেক করার কোড
121*1*2#
Skitto সিমে নাম্বার চেক করার কোড
*2#
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক, এখানে মূলত স্কিটো সিমের সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোড দেওয়া হয়েছে। আপনারা যারা এই সিম ব্যবহার করেন তাদের বিভিন্ন সময় এ ধরনের কোড গুলো প্রয়োজন হয়। আর আপনাদের কথা চিন্তা করে তথ্য রিসার্চ করে এ কোডগুলো আপনাদের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।
যাতে করে এই সিমের যেকোনো কোড যে কোন সময় যে কোন প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন।
বিপ্লব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়
comment url