বাংলাদেশের শীর্ষ ১০টি বীমা কোম্পানি

যারা বাংলাদেশে জীবন বীমা করতে আগ্রহী তাদের অনেকের প্রশ্ন থাকে যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও ভালো বীমা কোম্পানি কোনটি? আর যারা আন্তর্জাতিকভাবে বিদেশী কোন কোম্পানিতে জীবন বীমা করাতে আগ্রহী তাদের জানার আগ্রহ থাকে যে বিশ্বে সবচেয়ে বিশ্বস্ত জীবন বীমা কোম্পানি কোনটি?
বাংলাদেশের শীর্ষ ১০টি বীমা কোম্পানি

ভূমিকা

বীমা পলিসি মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি প্রতিটি মানুষের জন্য খুব প্রয়োজনীয়, এই আর্টিকেলে আমি জীবন বীমা সম্পর্কে আলোচনা করেছি, এবং আলোচনায় আমি বাংলাদেশের ১০ টী ও বিশ্বের ১০ কোম্পানি তুলে ধরেছি, রিটার্ন পলিসি এবং অন্যান্য পলিসি সহ এই কোম্পানিগুলির সুবিধাগুলি ,

আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা অনেক উপকৃত হবেন। চলূন জেনে নেওয়া যাক।

বাংলাদেশের শীর্ষ ১০টি বীমা কোম্পানি

  • মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  • ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
  • জীবন বীমা কর্পোরেশন
  • পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (পিএলআইসিএল)
  • সন্ধ্যা লাইফ ইন্স্যুরেন্স কো. লি
  • মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লি
  • প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
  • পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি
  • সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি

বাংলাদেশের শীর্ষ ১০টি বীমা কোম্পানির সংক্ষিপ্ত পরিচিতি

মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড

মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পূর্বে আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানি নামে পরিচিত ছিল। এটি বাংলাদেশের একটি অতি প্রাচীন কোম্পানি। এই মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানিটি বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫২ সালে।

এই বীমা কোম্পানি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিল বাংলাদেশের প্রয়োজনে এবং সেই সাথে নিজেদের ব্যবসা বৃদ্ধি করতে। ১৯৫২ সালের পর থেকে তারা বাংলাদেশের মানুষের সাথে কাজ করতে শুরু করে এবং তাদের যথাযথ সেবা দান করে ও বিশ্বাস অর্জন করে। সেই সাথে এটি এক মিলিয়ন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টিতেও সাহায্য করে।

ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি

বাংলাদেশের বেসরকারি বীমা কোম্পানিগুলো বাংলাদেশ সরকারের অনুমতি পেয়ে ১৯৮৪ সালে যাত্রা শুরু করে। ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি মতিঝিলের উত্তরায় অবস্থিত। এই বীমা কোম্পানির মিশন পশ্চিমাদেশ গুলোর মত উচ্চ বীমা সেবা প্রদান করা।

জীবন বীমা কর্পোরেশন

জীবন বীমা কর্পোরেশন বাংলাদেশের সরকারি অর্থায়নে পরিচালিত এবং রাষ্ট্রায়ত্ত্ব বীমা কোম্পানি। জীবন বীমা কর্পোরেশন ১৯৮৩ সালে বীমা আইন ও বিধি মালার নির্দেশ মোতাবেক ঢাকার মতিঝিলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই বীমা কোম্পানির নাম এসেছে বাংলা ভাষা থেকে।

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২০০০ সালে বীমা আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকার মতিঝিলে। এই কোম্পানিটি বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে বেশ কয়েকটি সুবিধা দিয়ে। এই বীমা কোম্পানিতে শত শত এজেন্ট কাজ করছে।

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড

লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের সেবা প্রদান করে আসছে। এর ফলে সমাজ আর্থিক পরিবর্তন বাড়ছে।

মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড

মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড শুরু হয়েছিল প্রধানত মানুষ ও জাতির উন্নয়নের জন্য। এই কোম্পান ১৯৯৬ সালে ঢাকার বিমান ভবন মতিঝিলে প্রতিষ্ঠিত হয়েছিল। এরা সর্বদা নিখুত এবং সচেতনভাবেই তাদের সেবা প্রদানের চেষ্টা করে থাকে। এই কোম্পানি অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা এবং প্রশংসা অর্জন করেছে।

তাকাফুল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড

তাকাফুল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড হল মূলত ইসলামভিত্তিক জীবন বীমা কোম্পানি। আপনি যদি ইসলামের শরিয়াসহ বিমান সুবিধা পেতে চান তাহলে আর্থিক সেবা পাওয়ার জন্য এটি হতে পারে আপনার জন্য সেরা জীবন বীমা কোম্পানি। তাকাফুল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ইসলামী স্কিমে অনন্য।

এছাড়াও এই কোম্পানি অত্যন্ত সততার সাথে তাদের সেবা প্রদান করে থাকে। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম ভিত্তিক রাষ্ট্র বা দেশ সেদিক বিবেচনা করেই ইসলামের বিধান অনুসারে তারা এই তাকাফুল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠা করে।

প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড

প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড প্রদান করে আর্থিক সেবাই একটি জীবনহীন ভিত্তিতে প্রদান করে। এজন্য এটাকে বলা হয় নন লাইফ ইন্সুরেন্স কোম্পানি। এখন পর্যন্ত তারা সফলভাবেই তাদের সেবা জনগণের মাঝে পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

পদ্মা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড

পদ্মা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড মূলত জীবন ভিত্তিক বীমার উপর তাদের স্কিম প্রদান করে। এই বীমা কোম্পানিটি ঢাকা রূপালী বীমা ভবনে অবস্থিত। এখানে আপনি আপনার ইচ্ছা মত পছন্দের স্কিমগুলো বেছে নিতে পারবেন, যা আপনি উচ্চ সর্বনিম্ন রিটার্ন পেতে পারবেন। এই বীমা কোম্পানি মানুষের জন্য সব ধরনের সেবা প্রদান করে থাকে।

সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড

সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২০০০ সালে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্র, গ্রাহক সুরক্ষা এবং অন্যান্যদের উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিমা কোম্পানিটি বাংলাদেশের শীর্ষ বীমা কোম্পানিগুলোর একটি। মূলত এরা সমাজের ক্ষুদ্রতম পরিবারের দিকে মনোনিবেশ করেন।

বাংলাদেশের কয়টি সরকারি বীমা কোম্পানি আছে

বাংলাদেশের সরকারি বীমা কোম্পানী মাত্র ২টি। আর বেসরকারি বীমা কোম্পানী রয়েছে অনেক। সরকারি দুটি কোম্পানীর মধ্যে একটি ইচ্ছে লাইফ এবং অন্যটি হচ্ছে নন-লাইফ। একটির নাম জীবন বীমা কর্পোরেশন আর অন্যটির নাম সাধারণ বীমা কর্পোরেশন।

আর দু'টি কোম্পানীই সরকারের সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয় ও জনগণের জন্যে নানা রকম কার্যক্রম চালায়।

বিশ্বের শীর্ষ ১০টি বীমা কোম্পানি

১।বার্কশায়ার হ্যাথাওয়ে বীমা কোম্পানি(Berkshire Hathaway)
২।পিং এএন বীমা বীমা কোম্পানি (Ping AN Insurance)
৩। আলিয়াঞ্জ বীমা (Allianz insurance)
৪। AXA
৫। চাইনা লাইফ ইন্সুরেন্স (China Life Insurance)
৬। জাপান পোস্ট হোল্ডিংস (Japan Post Holdings)
৭। জেনারেলি (Generali)
৮।পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি The People's Insurance Company (PICC)
৯।মেটলাইফ ইন্সুরেন্স (MetLife insurance)
১০। প্রুডেন্সিয়াল ফাইন্যান্সিয়াল(Prudential Financial)

বিশ্বের শীর্ষ ১০টি বীমা কোম্পানির সংক্ষিপ্ত পরিচিতি

১।বার্কশায়ার হ্যাথাওয়ে বীমা কোম্পানি(Berkshire Hathaway Insurance Company)
বার্কশায়ার হ্যাথওয়ে হল একটি সমষ্টি হোল্ডিং কোম্পানি যার সদর দপ্তর নেব্রাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্রে। $348 বিলিয়ন শেয়ারহোল্ডার ইকুইটি সহ, বার্কশায়ার হ্যাথাওয়ে হল বীমা শিল্পের অন্যতম প্রাচীনতম খেলোয়াড় যা 1839 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

এর পণ্য এবং পরিষেবাগুলি পৃথক সংস্থা এবং ব্রোকারদের মাধ্যমে উপলব্ধ। এটি বিভিন্ন সংখ্যক ব্যবসায়িক কার্যক্রমে নিযুক্ত রয়েছে যার মধ্যে বীমা এবং পুনর্বীমা ব্যবসা প্রাথমিক। এই কোম্পানির আয়ঃ২৪০বিলিয়ন ডলার এবং লাভঃ 43 বিলিয়ন ডলার।

২।পিং এএন বীমা বীমা কোম্পানি (Ping AN Insurance)
বিশ্বের শীর্ষ বীমা কোম্পানিগুলির মধ্যে পিং এএন ইন্স্যুরেন্স। এই সংস্থাটি 1988 সালে চীনের শেনজেনে সদর দপ্তর সহ প্রতিষ্ঠিত হয়েছিল।

ফার্মটির আনুমানিক 320,000+ গতিশীল কর্মী রয়েছে এবং এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে মূল্যবান বীমাকারী, জানুয়ারি 2018 পর্যন্ত $217 বিলিয়ন মূল্যের। এটি পিং অ্যান ব্যাংক নামে তিনটি সহায়ক সংস্থার মাধ্যমে কাজ করে, এই কোম্পানির আয়ঃ170 বিলিয়ন ডলার এবং লাভঃ 21 বিলিয়ন ডলার

৩। আলিয়াঞ্জ বীমা (Allianz insurance)
আলিয়াঞ্জ ইন্স্যুরেন্স 1890 সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে, এই কোম্পানি খুব প্রতিযোগিতামূলক হয়েছে বীমা শিল্প এবং এখন প্রায় 70+ দেশে কাজ করে বিশ্বে 1,43000 জন কর্মী। 2018 সালে, Allianz শীর্ষ ফোর্বস গ্লোবাল 2000 তালিকার মধ্যে স্থান পেয়েছে।

বীমা এবং সম্পদ ব্যবস্থাপনার মূল ব্যবসার সাথে, এটি খুচরা এবং কর্পোরেট উভয় গ্রাহকদের জন্য সম্পত্তি-হত্যা এবং জীবন/স্বাস্থ্য বীমা পণ্যগুলির একটি বিস্তৃত পরিসর অফার করে।এই কোম্পানির আয়ঃ১৩০ বিলিয়ন ডলার এবং লাভঃ ৮ বিলিয়ন ডলার

৪। AXA
AXA একটি খুব পুরানো কোম্পানি যা 1852 সালে প্যারিস, ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল। নামটি ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছিল যাতে যে কোনও ভাষার লোকেদের দ্বারা সহজেই উচ্চারণ করা যায়।

এশিয়া, উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে এটির উপস্থিতি রয়েছে প্রায় 100,000 জনবল নিয়ে। এই কোম্পানিটি জীবন, স্বাস্থ্য, সুরক্ষা এবং P&C বাণিজ্যিক লাইন বিভাগে বিশেষায়িত।
এই কোম্পানির আয়ঃ১৩০বিলিয়ন ডলার এবং লাভঃ:3 বিলিয়ন ডলার।

৫। চাইনা লাইফ ইন্সুরেন্স (China Life Insurance)
চায়না লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছিল যার সদর দপ্তর বেইজিং, চীনে। এই 70% রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্ম একটি নেতৃস্থানীয় জীবন বীমা কোম্পানি এবং চীনের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা সংস্থাগুলির মধ্যে একটি।এই কোম্পানির আয়ঃ ১১৪ বিলিয়ন ডলার এবং লাভঃ ৭ বিলিয়ন ডলার ।

৬। জাপান পোস্ট হোল্ডিংস (Japan Post Holdings)
প্রায় 2.5 লাখের বিশাল কর্মচারী বেস সহ, এই কোম্পানিটি টোকিওতে সদর দফতরের এক নম্বর জাপানি বীমা কোম্পানি। জাপান পোস্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সাধারণ এনডাউমেন্ট ছাড়াও জীবন বীমা, চিকিৎসা বীমা, অটোমোবাইল বীমা এবং শিক্ষা এনডাউমেন্ট অফার করে।

এই কোম্পানির আয়ঃ ১০৬ বিলিয়ন ডলার এবং লাভঃ ৪ বিলিয়ন ডলার।

৭। জেনারেলি (Generali)
Generali গ্রাহকদের বিভিন্ন সমাধান প্রদান করে যেমন জীবন বীমা, স্বাস্থ্য বীমা এবং অন্যান্য আর্থিক সেবা। সংস্থাটির বিশ্বব্যাপী একটি শক্তিশালী উপস্থিতি রয়েছে এবং বিশ্বব্যাপী 100 টিরও বেশি দেশে অপারেশন রয়েছে।

জেনারেলির একটি বিশেষজ্ঞ কর্মী আছে যা সমাধান প্রদান করে গ্রাহকদের তাদের চাহিদার উপর ভিত্তি করে এবং প্রয়োজনীয়তা। কোম্পানিটি ইতালির বাইরে অবস্থিত এবং 1831 সালে পাওয়া গেছে। এই কোম্পানির আয়ঃ ৯০বিলিয়ন ডলার লাভঃ ২বিলিয়ন ডলার

৮।পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি The People's Insurance Company (PICC)
চীন লিমিটেডের পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি (গ্রুপ) 1949 সালে চীনের বেইজিংয়ে সদর দফতরে প্রতিষ্ঠিত হয়েছিল। 69 বছরের মধ্যে, এটি বিশ্বের শীর্ষ বীমা কোম্পানিগুলির মধ্যে পরিণত হতে সফল হয়।এই কোম্পানির আয়ঃ ৮২ বিলিয়ন ডলার এবং লাভঃ ৩ বিলিয়ন ডলার

৯।মেটলাইফ ইন্সুরেন্স (MetLife insurance)
মেটলাইফ 1868 সালে উদ্ভূত হয়েছিল এবং তারপর থেকে বীমা, বার্ষিক, কর্মচারী সুবিধা এবং সম্পদ ব্যবস্থাপনা প্রদানকারী আর্থিক পরিষেবাগুলিতে অনেক অবদান রেখেছে। কর্মচারীর সংখ্যা প্রায় 58,000। এই কোম্পানির আয়ঃ৬৭বিলিয়ন ডলার এবং লাভঃ৫বিলিয়ন ডলার।

১০। প্রুডেন্সিয়াল ফাইন্যান্সিয়াল(Prudential Financial)
প্রুডেনশিয়াল ফাইন্যান্সিয়াল ইনকর্পোরেটেড 1872 সালে ওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল৷ এটির মূলত দুটি প্রাথমিক ব্যবসা হিসাবে বীমা এবং বিনিয়োগ রয়েছে তবে এটি তার সহায়ক

এবং সহযোগী সংস্থাগুলির মাধ্যমে অতিরিক্ত বীমা বিশেষত্বেও নিযুক্ত রয়েছে কর্মচারীর সংখ্যা প্রায় 50,000।এই কোম্পানির আয়ঃ ৫৭বিলিয়ন ডলার এবং লাভঃ২ বিলিয়ন ডলার।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক উপরোক্ত আর্টিকেলটিতে বাংলাদেশের শীর্ষ ১০ টি জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ সম্পর্কে আমাদের জানা উচিত, কারন এগুলো সামাদের প্রত্যাহিক জিবনে কাজে লাগে।সেই দিক বিবেচনা করেই যাচাইকৃত তথ্য দ্বারা এই আর্টিকেলটি লেখা হয়েছে।

আশা করি আর্টিকেলটি পড়ে এ সম্পর্কে আপনি ধারণা পেয়েছেন।যদি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে এটি আপনি আপনার বন্ধু-বান্ধব কিংবা সহপাঠীদের মাঝে শেয়ার করতে পারেন। যাতে করে তারাও এই বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারে।

এছাড়াও আরো অন্যান্য আর্টিকেল গুলো যেমন বিজ্ঞান ভিত্তিক, সাধারণ জ্ঞানমূলক , চিকিৎসা ও স্বাস্থ্য, বিখ্যাত ব্যক্তিদের জীবনী,বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য এবং আরো অন্যান্য বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন।

কারণ এ ধরনের আর্টিকেলগুলো আমরা নিয়মিত প্রকাশ করে থাকি।আর এই পোস্ট সম্পর্কে যদি কোন প্রশ্ন মতামত কিংবা কোন পরামর্শ থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যাতে করে অন্যরা উপকৃত হতে পারে। আরো অন্যান্য আর্টিকেলগুলো পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন।

পরিশেষে আর্টিকেলটি সম্পন্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ💚।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিপ্লব আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রত্যেকটি কমেন্ট রিভিউ করা হয়

comment url